পিএফের পেনশনপ্রাপকদের পরিষেবা দিতে ‘পেনশনার্স সেবা’ নামে অ্যাপ চালু হল শনিবার। এর মাধ্যমে প্রাপকেরা লাইফ সার্টিফিকেট জমা দেওয়া ছাড়াও পিএফ দফতরে থাকা তাঁদের বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন। পিএফের অছি পরিষদের শ্রমিক প্রতিনিধি (টিইউসিসি) সদস্য এসপি তিওয়ারি দাবি, এতে বয়স্ক মানুষদের পিএফ দফতরে দৌড়াদৌড়ি করতে হবে না।
অ্যাপের পাশাপাশি কোন সংস্থা কোথায় অবস্থিত তা চিহ্নিত করতে এ দিন জিয়ো ট্যাগিং ডিজিটাল ব্যবস্থাও চালু করেছে পিএফ দফতর। সংস্থাটি কোথায় তা খুঁজে পেতে অনেক সময় তারা সমস্যায় পরে। এই ব্যবস্থায় তার সমাধান হবে বলে দাবি পিএফ কর্তৃপক্ষের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)