Advertisement
২৩ এপ্রিল ২০২৪
ধর্মঘট হচ্ছে না পাম্পে

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

দাবি পূরণের আশ্বাসে ইতিমধ্যেই উঠেছে আগামী ১৫ নভেম্বরের প্রস্তাবিত পেট্রোল পাম্প ধর্মঘট। পাশাপাশি, শনিবারই পেট্রোল-ডিজেলের দাম আর এক দফা বাড়ানোর কথা ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল (আইওসি)।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০২:৪৮
Share: Save:

দাবি পূরণের আশ্বাসে ইতিমধ্যেই উঠেছে আগামী ১৫ নভেম্বরের প্রস্তাবিত পেট্রোল পাম্প ধর্মঘট। পাশাপাশি, শনিবারই পেট্রোল-ডিজেলের দাম আর এক দফা বাড়ানোর কথা ঘোষণা করল ইন্ডিয়ান অয়েল (আইওসি)। এর জেরে কলকাতায় পেট্রোলের দাম ১.১৬ টাকা বেড়ে হল ৭০.২৪ টাকা। ডিজেল ১.০৩ টাকা বেড়ে ৫৮.৬৭ টাকা।

শুক্রবার তিনটি তেল সংস্থার কর্তারা পাম্প মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসে আগামী ১৫ নভেম্বর থেকেই তাঁদের লভ্যাংশ বা ‘মার্জিন’ বাড়ানোর আশ্বাস দেন। ফলে ওই তারিখেই ডাকা এক দিনের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পেট্রোল-ডিজেলের দামও বাড়ল শনিবার মধ্যরাত থেকেই। তবে পাম্প মালিকদের দাবি, তাঁদের লভ্যাংশের সঙ্গে তেলের এই দাম বাড়ার যোগ নেই। বরং তা যে-হারে বেড়েছে, তেলের দাম বাড়ল তার চেয়ে অনেকটাই বেশি। আইওসি-ও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দাম কমার পরিপ্রেক্ষিতে তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা। গত সেপ্টেম্বর থেকে এ নিয়ে পেট্রোলের দাম বাড়ল ছ’বার। এবং এক মাসের মধ্যে তৃতীয় বার ডিজেলের।

উল্লেখ্য, পেট্রোল-ডিজেলের দাম বিনিয়ন্ত্রণের পরে প্রতি মাসের ১ ও ১৫ তারিখে, অর্থাৎ মাসে দু’বার সাধারণত দাম সংশোধনের কথা জানায় তেল সংস্থাগুলি। কিন্তু গত ১ নভেম্বর কোনও ঘোষণা করেনি তারা। এ দিন সন্ধ্যায় সেই ঘোষণা হওয়ায় স্বাভাবিক ভাবেই সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে তা নিয়ে। যদিও অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত মুখোপাধ্যায় ও ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার সেন এ দিন জানান, শুক্রবার মুম্বইয়ে তাঁদের দুই সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন তিনটি তেল সংস্থার পদস্থ কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়, ডিলারদের লভ্যাংশ প্রতি কিলোলিটারে পেট্রোলের ক্ষেত্রে ১৩৮ টাকা ও ডিজেলের ক্ষেত্রে ১০২ টাকা বাড়বে।

আগামী ১৫ নভেম্বর থেকেই তা কার্যকর হবে। বছরে দু’বার ওই মার্জিন সংশোধন করা হবে। তাঁদের অভিযোগ, বিশ্ব বাজারে তেলের দাম এখন অনেক কম থাকলেও সম্পূর্ণ নিজেদের খেয়াল-খুশি মতো সংস্থাগুলি তেলের দাম বাড়াচ্ছে।

তাঁরা জানান, দাবি-দাওয়াগুলি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মেটার আশ্বাস মেলায় আগামী ১৫ নভেম্বরের প্রস্তাবিত পাম্প ধর্মঘট তাঁরা স্থগিত রাখছেন। লগ্নির উপর আয় ও অন্য কিছু বিষয় নিয়ে যৌথ কমিটি সমীক্ষা চালাবে বলেও ওই বৈঠকে ঠিক হয়েছে। তবে তেল সংস্থাগুলি সেই আশ্বাস পূরণ না-করলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Petrol-Diesel Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE