গত শুক্রবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় পরবর্তী দফার জিএসটি ব্যবস্থা এনে দেশে পরোক্ষ কর সংস্কারের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন এতে করের স্তর কমিয়ে গরিব ও মধ্যবিত্ত মানুষকে সুরাহা দেওয়ার কথা। ইতিমধ্যেই সেই ‘নেক্সট জেন’ জিএসটি-র প্রস্তাব পেশ করেছে অর্থ মন্ত্রক। এ বার তাকে সফল করতে রাজ্যগুলিকে এগিয়ে আসতে আহ্বান জানালেন মোদী। রবিবার তিনি বলেন, সব রাজ্যের কাছে ওই প্রস্তাব পাঠানো হয়েছে। দেওয়ালির আগে তা চালুর জন্য এগিয়ে আসুক তারা।
সংস্কারের বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রিগোষ্ঠীর কাছে জিএসটি-র হারকমানো-সহ নানা প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রক। শেষ পর্যন্ত জিএসটি পরিষদ তা পাশ করাতে পারবে কি না, সেটাই প্রশ্ন। আজ মোদী বলেন, সরকার চায় সংস্কারের মাধ্যমে উন্নতির পথে হাঁটতে। এ বার দেশের মানুষ দেখবেন দু’দুটি দেওয়ালি। সে জন্য তার আগেই সংস্কার কার্যকর হবে। তাঁর বার্তা, রাজ্যগুলির কাছে এর প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। আশা, কেন্দ্রের উদ্যোগকে সফল করতে এগিয়ে আসবে তারা। কংগ্রেস অবশ্য তোপ দেগে বলেছে, এত দিন জিএসটি-র প্রশংসার পরে এ বার সিআইআই-এর মতো বণিকসভাকে নির্দেশ দেওয়া হচ্ছে পরবর্তী সংস্কারের সুফলের কথা তুলে ধরার। এ ধরনের ঘটনা স্বৈরাচারী দেশেও দেখা যায় না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)