Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Gold price: কিছুটা কমল সোনার দর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৪ নভেম্বর ২০২১ ০৫:৫৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সম্প্রতি সোনার দাম এক ধাক্কায় কিছুটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছিল গয়না ব্যবসায়ীদের। তবে গত দু’দিন এর উল্টো পথে হেঁটে কিছুটা কমল তার দাম। মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে প্রায় হাজার টাকা। স্বর্ণশিল্প মহলের ব্যাখ্যা, এক দিকে বিশ্ব বাজারে সোনার চাহিদা কমা, অন্য দিকে দেশে সোনার ফাটকা লেনদেন বৃদ্ধির কারণেই অল্প সময়ের ব্যবধানে সেই দাম ওঠানামা করছে।

এ দিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম সোমবারের চেয়ে ৯৫০ টাকা কমে হয়েছে ৪৮,৭০০ টাকা (জিএসটি ছাড়া)। রুপোর দামও অনেকটা কমেছে। এক কিলোগ্রামের রুপোর বাট ১৭৫০ টাকা কমে হয়েছে ৬৪,৭০০ টাকা (জিএসটি ছাড়া)।

ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক বেঙ্গানি বলেন, ‘‘চিনের অর্থনীতি ধাক্কা খাওয়ায় সেখানে সোনার চাহিদা কমেছে। পাশাপাশি ডলারে লগ্নি বৃদ্ধিও চাহিদা কমার অন্যতম কারণ।’’ তিনি আরও জানান, দীপাবলির পর দিন পনেরো ধরে সোনার কাটতি খুব ভাল ছিল। করোনার সময়ে আটকে থাকা বিয়ের অনুষ্ঠানের জন্য তখন অনেকে গয়না কিনেছেন। সেই চাহিদায় এখন কিছুটা ভাটা পড়েছে। তবে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলেন, ‘‘সোনায় সম্প্রতি ফাটকা লেনদেন বেড়েছে। দামের ওঠাপড়া সে কারণেই। ক’দিনে ফের দাম বাড়তে পারে।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement