দীর্ঘ ৪২ বছর পরে ভারতে বসেছে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংগঠনের (আইএটিএ) বার্ষিক সাধারণ সভা। সোমবার তার উদ্বোধনে ভারতকে বিমান পরিবহণ শিল্পের হাব হিসেবে গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে বহুজাতিক সংস্থাগুলিকে লগ্নি করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা চাই ভারতকে শুধু বিমান পরিবহণের বাজার হিসেবে না দেখে জোগান শৃঙ্খলের অংশ হিসেবে বিচার করুক সংস্থাগুলি।’’ এই ক্ষেত্রে সহজ কর ব্যবস্থা, সরল নিয়ন্ত্রণ কাঠামোর হাত ধরে দেশ ঠিক পথে এবং দ্রুত এগোচ্ছে বলেও জানান তিনি। এই সভায় বিভিন্ন দেশ ও সংস্থার ১৬০০টি প্রতিনিধি দল যোগ দিয়েছে।
একই সঙ্গে দেশের আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্প ‘উড়ানের’ প্রসঙ্গও আজ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিমানবন্দরের সংখ্যা ৭৪টি থেকে বেড়ে ১৬২টিতে পৌঁছেছে। বিমান পরিবহণে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত। কোনও সায় ছাড়াই এই ক্ষেত্রে ১০০% প্রত্যক্ষ বিদেশি লগ্নির সুযোগ রয়েছে। ২০১৪ সালে যেখানে দেশে বিমান রক্ষণাবেক্ষণ, সারানো ও নতুন করে ঢেলে সাজানোর (এমআরও) ব্যবস্থা ছিল ৯৬টি। এখন তা ১৫৪টি। ২০৩০ সালের মধ্যে এর বাজার পৌঁছবে ৪০০ কোটি ডলারে। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলির উচিত সেই সুযোগ কাজে লাগানো। আগামী পাঁচ বছরে ভারতে আরও ৫০টি বিমানবন্দর তৈরি হবে বলেও আজ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কে রামমোহন নায়ডু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)