Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নগদ লেনদেনে খরচ বাড়ানো শুরু ব্যাঙ্কের

নোট বাতিলের পর থেকেই নগদ লেনদেনে রাশ টানার কথা বারবার বলছে কেন্দ্র। এ বার তা কমাতে একাধিক বেসরকারি ব্যাঙ্ক ১ মার্চ থেকে তাদের শাখায় সেভিংস অ্যাকাউন্টে নিখরচার নগদ লেনদেনের সংখ্যা কমাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ওই লেনদেনের জন্য গুনতে হওয়া টাকার অঙ্কও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩৯
Share: Save:

নোট বাতিলের পর থেকেই নগদ লেনদেনে রাশ টানার কথা বারবার বলছে কেন্দ্র। এ বার তা কমাতে একাধিক বেসরকারি ব্যাঙ্ক ১ মার্চ থেকে তাদের শাখায় সেভিংস অ্যাকাউন্টে নিখরচার নগদ লেনদেনের সংখ্যা কমাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ওই লেনদেনের জন্য গুনতে হওয়া টাকার অঙ্কও।

এইচডিএফসি ব্যাঙ্কের এক কর্তা জানাচ্ছেন, এখন কোনও গ্রাহকের যে শাখায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তিনি মাসে পাঁচটি নগদ লেনদেন (২ লক্ষ টাকা পর্যন্ত) নিখরচায় করতে পারেন। ষষ্ঠ লেনদেন থেকে প্রতিটির জন্য গুনতে হয় ১০০ টাকা করে। কিন্তু ১ মার্চ থেকে চারটি লেনদেন খরচ ছাড়া করা যাবে। পঞ্চমটি থেকেই দিতে হবে ১৫০ টাকা করে। অর্থাৎ, নিখরচার লেনদেনের সংখ্যা একটি কমছে। তার উপর লেনদেন পিছু চার্জও বাড়ছে ৫০ টাকা।

তা ছাড়া, আগামী মাস থেকে নিজের শাখায় সেভিংস অ্যাকাউন্টে এক লপ্তে দু’লক্ষ টাকার বেশি লেনদেন করলে, প্রতি বাড়তি ১,০০০ টাকার জন্য ৫ টাকা করে চার্জ দিতে হবে। আর ওই চার্জের ন্যূনতম অঙ্ক হবে ১৫০ টাকা। সুতরাং কেউ ২,০০,০০৫ টাকা জমা দিলেও তাঁকে চার্জ হিসেবে ১৫০ টাকা গুনতে হবে।

নিজের সেভিংস অ্যাকাউন্ট নেই এমন শাখায় ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে এখন চার্জ লাগে না। কিন্তু আগামী মাস থেকে সেই অঙ্ক কমে হচ্ছে ২৫ হাজার। অর্থাৎ এ বার লেনদেন ২৫ হাজার ছাড়ালে, বাড়তি প্রতি হাজার টাকার জন্য ৫ টাকা করে গুনতে হবে। এবং এই চার্জেরও ন্যূনতম অঙ্ক ১৫০ টাকা। এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়াও এই নতুন হারে চার্জ চালু হচ্ছে অন্তত আরও দু’টি বেসরকারি ব্যাঙ্কে।

৮ নভেম্বর নোট নাকচের ঘোষণার পর থেকেই নগদ লেনদেন কমানোর কথা বলছে মোদী-সরকার। তিন লক্ষ টাকার বেশি নগদ লেনদেন আর করা যাবে না বলে বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাঙ্কে নগদ লেনদেনে চার্জ কিছুটা বাড়ানোর সুপারিশ করেছে প্রাক্তন অর্থসচিব রতন ওয়াটালের নেতৃত্বাধীন কমিটি। এই পরিস্থিতিতে তিন বেসরকারি ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরে অন্যান্য ব্যাঙ্কগুলিও একই পথে হাঁটবে কি না, নজর এখন সে দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE