দেশের মূল আটটি পরিকাঠামো বৃদ্ধির হার ঢিমে হয়ে ১.২ শতাংশে নেমেছিল মে মাসে। পরিস্থিতির তেমন উন্নতি হল না জুনেও। সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যানে প্রকাশ, মে-র তুলনায় সামান্য উঠেছে বটে, তবে পড়ে রয়েছে কার্যত তলানিতেই। যার হার মাত্র ১.৭%। গত বছর জুনে তা ছিল ৫%।
আজ সরকারি রিপোর্টে জানানো হয়েছে, জুনে দেশের আটটি প্রধান পরিকাঠামো ক্ষেত্রের সিংহভাগেরই উৎপাদন কমেছে। যে কারণে সম্মলিত উৎপাদন বৃদ্ধির হার ১.৭%। সংশ্লিষ্ট মহলের মতে, সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম তিন মাস (১%, ১.২% এবং ১.৭%) মিলিয়ে পরিকাঠামোর অবস্থা করুণ। যা সরকারের উদ্বেগ বাড়াচ্ছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, শিল্পোৎপাদন সূচকে এই আট ক্ষেত্রের গুরুত্ব ৪০.২৭%। ফলে জুনের শিল্পোৎপাদনে এর বিরূপ প্রভাব কার্যত অবশ্যম্ভাবী।
আজ সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে, আলোচ্য সময়ে কয়লা (-৬.৮%), অশোধিত তেল (-১.২%), প্রাকৃতিক গ্যাস (-২.৮%), সার (-১.২%) এবং বিদ্যুতের উৎপাদন (-২.৮%) সরাসরি কমেছে। তবে শোধনাগারজাত পণ্য (৩.৪%), ইস্পাত (৯.৩%) এবং সিমেন্ট (৯.২%) মুখ রক্ষা করায় পরিকাঠামো সামগ্রিক ভাবে সঙ্কুচিত হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)