বিশ্ব অর্থনীতি অনেক দিন ধরেই অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে। এমন প্রতিকূল অবস্থাতেও ভারতীয় অর্থনীতির অগ্রগতি সন্তোষজনক বলে মন্তব্য করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। বুধবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া মেরিটাইম উইক’-এর মঞ্চে তাঁর মন্তব্য, এই গতি অব্যাহত থাকলে চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭% ছুঁয়ে ফেলতে পারে। অন্য এক কর্মসূচিতে রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পুনম গুপ্তের দাবি, ভারত উন্নত অর্থনীতি হওয়ার পথে এগিয়ে চলেছে।
বিশ্ব অর্থনীতির ছন্দপতনের শুরু অতিমারির লকডাউনের সময় থেকে। তার পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বেশ কয়েকটি সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে পৃথিবীকে। এরই মধ্যে নতুন মাথাব্যথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকা শুল্ক যুদ্ধ। নাগেশ্বরনের অবশ্য ব্যাখ্যা, অর্থনীতির বিরূপ প্রভাব কাটাতে যথাযথ পদক্ষেপ করে চলেছে দেশ। তার মধ্যে রয়েছে আয়কর এবং জিএসটির হার কমিয়ে মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ বাড়ানো। যাতে তাঁরা পছন্দের জিনিসপত্র কেনেন এবং আর্থিক কর্মকাণ্ড সচল থাকে। রিজ়ার্ভ ব্যাঙ্কও সুদের হার কমিয়ে ঋণের খরচ কমানোর ব্যবস্থা করেছে। তাতে শিল্পে ছাড়াও লাভ হয়েছে বাড়ি-গাড়ির ক্রেতাদের। এরই মধ্যে এসঅ্যান্ডপি-সহ তিনটি মূল্যায়ন সংস্থা ভারতের রেটিং বাড়িয়েছে। তার ফলে সরকারের ঋণের খরচ কমবে। মূল্যবৃদ্ধির হারও উল্লেখযোগ্য ভাবে কমেছে। এই সমস্ত নানাবিধ পরিস্থিতি বজায় থাকলে ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭% ছুঁয়ে ফেলা অসম্ভব নয়। গত ফেব্রুয়ারিতে নাগেশ্বরন জানিয়েছিলেন, এ বছর বৃদ্ধির হার হতে পারে ৬.৩%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)