আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) সংস্কারের পক্ষে ফের সওয়াল করল ব্রিক্স গোষ্ঠীর দেশগুলি (ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন এবং দক্ষিণ আফ্রিকা)। গোয়ায় ব্রিক্স সম্মেলনের ঘোষণাপত্রে তাদের দাবি, তুলনায় গরিব দেশগুলিও যাতে উন্নত পরিকাঠামো গড়তে পারে, সে জন্য আইএমএফে উন্নয়নশীল দেশগুলির ভোটাধিকার বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত রূপায়ণ জরুরি। একই সঙ্গে অর্থ-ভাণ্ডারের তহবিল বাড়ানোর দাবি করা হয়েছে। এ দিকে, ব্রিক্স দেশগুলির তৈরি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ২০১৭ সালে ২৫০ কোটি ডলার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।