Advertisement
১৭ মে ২০২৪

বিলগ্নিকরণে রাজি, কিন্তু দর কই

রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, যা ভাবা হয়েছিল, এই মুহূর্তে আইআরসিটিসি-র মূল্যায়ন তেমন হচ্ছে না। শেয়ার মূল্যের নিরিখে কোনও সংস্থার সম্ভাব্য দাম কেমন হওয়া উচিত, শেয়ার ছাড়ার আগে তার হিসেব কষে উপদেষ্টা সংস্থা। তাই মূল্যায়ন ভাল না হলে শেয়ারের দরও ভাল হওয়া শক্ত। হোঁচট সেখানেই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০২:৫১
Share: Save:

খদ্দের না মেলায় ধাক্কা খেয়েছে এয়ার ইন্ডিয়া বিক্রি। ফলে চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে উদ্বেগে কেন্দ্র। এই অবস্থায় আইআরসিটিসি-সহ রেলের অধীনস্থ সংস্থাগুলির দ্রুত বিলগ্নিকরণে মরিয়া তারা। কিন্তু ভাল দাম না পাওয়ার আশঙ্কায় আপাতত হোঁচট সেই প্রক্রিয়াতেও। রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, যা ভাবা হয়েছিল, এই মুহূর্তে আইআরসিটিসি-র মূল্যায়ন তেমন হচ্ছে না। শেয়ার মূল্যের নিরিখে কোনও সংস্থার সম্ভাব্য দাম কেমন হওয়া উচিত, শেয়ার ছাড়ার আগে তার হিসেব কষে উপদেষ্টা সংস্থা। তাই মূল্যায়ন ভাল না হলে শেয়ারের দরও ভাল হওয়া শক্ত। হোঁচট সেখানেই।

আইআরসিটিসি বহু দিনই সঙ্কটে। বাজেটে ঘোষণা ছিল, বাজার থেকে টাকা তুলে তা চাঙ্গা করার। কিন্তু মূল্যায়ন ভাল না হওয়ায় তা থমকে। আইআরএফসি-র শেয়ার ছাড়াও কর জটিলতায় আটকে। তবে ইরকন, আরভিএনএল, রাইটসের শেয়ার দ্রুত ছাড়া হবে বলে রেলমন্ত্রীর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Piyush Goyal Indian Railway IRCTC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE