আয়করের হিসাব পরীক্ষার (অডিট) সময়সীমা পিছিয়ে ৩১ অক্টোবর করতে প্রত্যক্ষ কর পর্ষদকে অন্তর্বর্তী নির্দেশ দিল রাজস্থান হাই কোর্ট। এমনিতে অডিট শেষের মেয়াদ ৩০ সেপ্টেম্বর। তার পরে সেই পরীক্ষা করা আয়কর রিটার্ন জমা দিতে এক মাস সময় মেলে। অর্থাৎ, তা দিতে হয় ৩১ অক্টোবরের মধ্যে। তবে কোনও একটি রাজ্যের আদালতের এই নির্দেশ সারা দেশে কার্যকর হবে কি না, সেই প্রশ্ন তুলছেন করদাতারা। বিশেষজ্ঞদের মতে, সাধারণত কোনও একটি রাজ্যে রায় দেওয়া হলেও এই ধরনের ক্ষেত্রে সারা দেশেই তা লাগু হয়। এখন পর্ষদ কী জানায়, সেটাই দেখার।
উল্লেখ্য, আয়কর পোর্টালের সমস্যার কথা জানিয়ে সম্প্রতি হাই কোর্টে অডিটের মেয়াদ পিছোনোর আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করেছিল যোধপুর ট্যাক্স বার অ্যাসোসিয়েশন। সেই মামলাতেই বুধবার পর্ষদকে ওই নির্দেশ দিয়েছে আদালত। ২৭ অক্টোবর পরবর্তী শুনানি। উল্লেখ্য, যে সব সংস্থা বা ব্যক্তির বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি, তাদের আয়কর রিটার্ন পরীক্ষা করানো বাধ্যতামূলক।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, “এ নিয়ে সিবিডিটি কোনও নির্দেশ দিলে তা শুধু একটি রাজ্যের জন্য প্রযোজ্য হতে পারে না। অন্যান্য রাজ্যের করাদাতারাও চান অডিটের শেষ দিন বাড়ানো হোক। বিশেষত পশ্চিমবঙ্গে এ সপ্তাহে প্রবল বৃষ্টি হয়েছে, সামনে পুজো রয়েছে। ফলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অডিট শেষ করতে অনেকেরই সমস্যা হচ্ছে।’’ আপাতত পর্ষদের নির্দেশের দিকে তাকিয়ে সব মহল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)