রাজ্যে ১৬,০০০ কোটি টাকারও বেশি লগ্নি করবে রশ্মি গোষ্ঠী। দু’টি ইস্পাত কারখানা গড়ার সঙ্গে চালু করা হবে দু’টি কয়লা খনি। নিজেদের ব্যবহারের জন্য ৪০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্পও তৈরি করবে তারা। সব প্রকল্প মিলে প্রায় ৪০,০০০ কর্মসংস্থান হবে, দাবি সংস্থার। সব প্রকল্পেই ২০৩০-এর মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
পরিকল্পনা অনুসারে, পুরুলিয়ার রঘুনাথপুরের প্রকল্পটিতে ইস্পাত পণ্য তৈরির পাশাপাশি কাঁচামালও উৎপাদন হবে। সেখানে ব্যবহারের জন্যই বিদ্যুৎ প্রকল্প গড়বে সংস্থা। গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত ঘোষ জানান, প্রকল্পে লগ্নি হবে ১০,০০০ কোটি টাকা। বছরে ২৮ লক্ষ টন ইস্পাত ও ইস্পাতজাত পণ্য তৈরি হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১৮,০০০ জন কাজ পাবেন। তাঁর দাবি, পুরুলিয়ার কারখানার জন্য বরাদ্দ হওয়া ৯৮৩ একর জমি সরকারের থেকে কিনবেন। তা হাতে পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর একটি ইস্পাত কারখানা হবে পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে।লগ্নি ৩৫০০ কোটি টাকা। কর্মসংস্থান হতে পারে ৫০০০ জনের।
পাশাপাশি বীরভূমে দু’টি এবং আসানসোলে একটি কয়লা খনিতে ২৮০০ কোটি টাকা ঢালবে রশ্মি গোষ্ঠী। পরিবেশ ছাড়পত্র মিললে পরের বছর থেকে উত্তোলন শুরু হবে। কারখানার প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত কয়লা বাজারে বিক্রি হবে। জয়ন্তের দাবি, সব লগ্নিই নিজেদের তহবিল থেকে করার পরিকল্পনা। তবে প্রয়োজনে কিছুটা ঋণ নেওয়া হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)