Advertisement
E-Paper

এ বার শিল্পে কাঁচা মালের জোগান নেট বাজারেও

রিটেল ব্যবসার দখল নিতে অনেক আগেই পা বাড়িয়েছে নেট দুনিয়া। এ বার অনলাইন বাজারের নজরে কাঠখোট্টা প্লাস্টিক, ধাতু, ইস্পাত থেকে শুরু করে বিভিন্ন রঙের ব্যবসাও। ছোট ও মাঝারি শিল্পে কাঁচা মাল সরবরাহের দিকে নজর রেখেই অনলাইন বা নেট বাজারে দোকান খুলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা পাওয়ারটুএসএমই।

গার্গী গুহঠাকুরতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৪:০৯

রিটেল ব্যবসার দখল নিতে অনেক আগেই পা বাড়িয়েছে নেট দুনিয়া। এ বার অনলাইন বাজারের নজরে কাঠখোট্টা প্লাস্টিক, ধাতু, ইস্পাত থেকে শুরু করে বিভিন্ন রঙের ব্যবসাও।

ছোট ও মাঝারি শিল্পে কাঁচা মাল সরবরাহের দিকে নজর রেখেই অনলাইন বা নেট বাজারে দোকান খুলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা পাওয়ারটুএসএমই। তাদের দাবি, সরাসরি উৎপাদকের কাছ থেকে কাঁচা মাল কিনে তা তুলনায় কম দামে ছোট সংস্থাকে বিক্রি করবে পাওয়ারটুএসএমই। সংস্থার বিপণন প্রধান সুধা সারিন বলেন, ‘‘দামের সুবিধা ছাড়াও থাকবে সময়ে জিনিস পৌঁছে যাওয়ার আশ্বাস। পণ্য সরবরাহ করার দায়িত্বও আমাদের।’’

সাধারণ রিটেলের মতো চটজলদি ফুলে-ফেঁপে না-উঠলেও এই ব্যবসার ক্ষেত্রেও বৃদ্ধির হার কম নয়। সংস্থার দাবি, ইতিমধ্যেই ১০০০টি সংস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছে। গত বছর পাওয়ারটুএসএমই সব মিলিয়ে ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে। চলতি বছরে তা ৫০০ কোটি ছোঁবে বলে দাবি সারিনের। আর এই ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে দিল্লি, মুম্বই, আমদাবাদের পরেই রয়েছে কলকাতা। সংস্থার মোট ব্যবসার ১৫% পূর্বাঞ্চল থেকে আসে।

এ প্রসঙ্গে ছোট ও মাঝারি সংস্থার সংগঠন ফসমি-র প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্যের দাবি, এ ধরনের উদ্যোগ এই শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয়। তিনি বলেন, ‘‘কাঁচামাল সরবরাহের পাশাপাশি ছোট ও মাঝারি সংস্থার ঋণ পাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে।’’ প্রসঙ্গত পাওয়ারটুএসএমই কর্তৃপক্ষের দাবি, ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।

সংস্থার ডালপালা ছড়াতে নতুন সম্প্রসারণ পরিকল্পনা তৈরি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। চলতি বছরেই অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশে পা রাখবে সংস্থা। বর্তমানে পূর্বাঞ্চল, উত্তর ভারত ও পশ্চিম ভারতে ব্যবসা করছে তারা। বিদেশি সংস্থার কাছ থেকে মোট তিন দফায় ১০০ কোটি টাকার পুঁজি এসেছে। সব মিলিয়ে ১৪টি গুদাম রয়েছে। এর মধ্যে দু’টি পূর্ব ভারতে।

ভারতে লগ্নিকারীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠছে ই-কমার্স। তার কারণ এই ব্যবসার বৃদ্ধির হার। সম্প্রতি গুগ্‌ল ও ফরেস্টারের যৌথ সমীক্ষা বলছে, ২০১৬ সালে ই-কমার্স ব্যবসার অঙ্ক ১৫০০ কোটি ডলারে (প্রায় ১ লক্ষ কোটি টাকা) পৌঁছে যাবে। বর্তমানে এই ব্যবসার পরিমাণ ৩০০ কোটি ডলার।

Gargi Guha Thakurta online Industry Information technology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy