Advertisement
E-Paper

গয়না বন্ধক দিলে এ বার মিলবে আরও বেশি টাকা! স্বর্ণঋণের নিয়মে বড় বদল আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক

স্বর্ণঋণের নিয়মে এ বার বড় বদল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। আড়াই লক্ষ টাকা পর্যন্ত ঋণে সোনার মূল্যের ৮৫ শতাংশ পর্যন্ত অর্থ হাতে পাবেন আবেদনকারীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৩:৫৬
Representative Picture

—প্রতীকী ছবি।

স্বর্ণঋণের নিয়মে এ বার বড় বদল আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এতে ঋণের মূল্য বা এলটিভির (লোন টু ভ্যালু) অনুপাত ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর সঙ্গে যুক্ত হবে সুদও। নতুন নিয়মে আড়াই লক্ষ টাকা পর্যন্ত স্বর্ণঋণে এই সুবিধা পাবেন আবেদনকারী।

শুক্রবার, ৬ জুন তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে এ কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র। নতুন নিয়মে এক লক্ষ টাকা মূল্যের সোনায় ৮৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন গ্রাহক। আগে এই অঙ্ক ছিল ৭৫ হাজার টাকা। রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এর ফলে উপকৃত হবেন ক্ষুদ্র স্বর্ণঋণের আবেদনকারীরা। সমপরিমাণ সোনায় নেওয়া ঋণে আগের চেয়ে বেশি টাকা মেলায় গৃহস্থালীর প্রয়োজন মেটাতে পারবেন তাঁরা। ছোট ব্যবসা শুরু করার ক্ষেত্রেও এটা খুব লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

আরবিআই গভর্নর মলহোত্রর ঘোষণা অনুযায়ী, আগামী দিনে ছোট অঙ্কের ঋণের ক্ষেত্রে ঋণ মূল্যায়নের প্রয়োজনীয়তাকে বাদ দেওয়া হবে। আবেদনকারীদের উপর থেকে প্রক্রিয়াগত বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি যে ঋণগুলি ‘প্রায়োরিটি সেক্টর লেন্ডিং’ (পিএসএল) নিয়মের আওতাভুক্ত, কেবলমাত্র সেগুলির ক্ষেত্রেই বাধ্যতামূলক ভাবে শেষ পর্যন্ত নজরদারি করা হবে।

চলতি বছরের এপ্রিলে স্বর্ণঋণের নতুন নিয়মের একটি খসড়া তৈরি করে আরবিআই। মুদ্রানীতি কমিটির বৈঠকে সেটিকেই অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। এত দিন স্বর্ণঋণ দেওয়ার ক্ষেত্রে নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কোম্পানি বা এনবিএফসিগুলিকে নানা রকমের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই সমস্যা এ বার মিটবে বলে আশাবাদী রিজ়ার্ভ ব্যাঙ্ক।

RBI on Gold Loan Gold Loan Reserve Bank of India (RBI)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy