Advertisement
E-Paper

ডেবিট কার্ডের ফি কমাতে প্রস্তাব আরবিআইয়ের

নভেম্বরে নোট বাতিলের পর থেকে দেশে বেড়েছে ডেবিট, ক্রেডিট কার্ডের ব্যবহার। সেই ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে এ বার ডেবিট কার্ডের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) কমাতে উদ্যোগী রিজার্ভ ব্যাঙ্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৫

নভেম্বরে নোট বাতিলের পর থেকে দেশে বেড়েছে ডেবিট, ক্রেডিট কার্ডের ব্যবহার। সেই ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে এ বার ডেবিট কার্ডের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) কমাতে উদ্যোগী রিজার্ভ ব্যাঙ্ক। এ জন্য বৃহস্পতিবার প্রস্তাব পেশ করেছে তারা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত ও পরামর্শ দেওয়া যাবে ।

এ দিন রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব—

জিএসটি-র আওতার বাইরে থাকা বছরে ২০ লক্ষ টাকা আয়ের ছোট ব্যবসায়ীদের এমডিআর সর্বোচ্চ ০.৪০%। নেট কেনাকাটায় ফি ০.৩০%।

শিক্ষা, সরকারি হাসপাতাল, বেসরকারি বিদ্যুৎ পরিষেবা, বিমা, মিউচুয়াল ফান্ডের মতো বিশেষ ক্ষেত্রে ব্যবসা করলে এমডিআর সর্বোচ্চ ০.৪০%। নেটে পরিষেবা দিলে ০.৩০%।

জিএসটি-র আওতায় ২০ লক্ষ টাকার বেশি ব্যবসা করলে বেসরকারি সংস্থা ফি নিতে পারবে সবচেয়ে বেশি ০.৯৫%। অনলাইন লেনদেনে ০.৮৫%।

১ থেকে ১,০০০ টাকা পর্যন্ত সরকারি পরিষেবায় এমডিআর ৫ টাকা। ১,০০১-২,০০০ টাকায় তা ১০ টাকা। ২,০০১ টাকা থেকে সবচেয়ে বেশি ০.৫০% (সর্বোচ্চ ২৫০ টাকা)।

প্রসঙ্গত, বর্তমানে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে ০.৭৫%। তার বেশি হলে ১% এমডিআর নেওয়া হয়। নোট কাণ্ডের পরে ইতিমধ্যেই আগামী ৩১ মার্চ পর্যন্ত তা কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে তার পর, ১ এপ্রিল থেকে। পাশাপাশি, গত ১ জানুয়ারি থেকে ডেবিট কার্ডের মাধ্যমে সরকারি কোষাগারে জমা কর এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রে এমডিআর ব্যাঙ্কগুলিকে মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

RBI Proposal Debit Card Fees
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy