Advertisement
০২ নভেম্বর ২০২৪
RBI Repo Rate

কমবে গাড়ি-বাড়ির ঋণের কিস্তি? রেপো রেট কি বদলাবে আরবিআই? নজর বুধ-বৈঠকে

পুজোর মধ্যেই চলছে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির বৈঠক। যা শেষ হবে ৯ অক্টোবর, বুধবার। বৈঠক শেষে রেপো রেট ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

RBI will change repo rate or not in monetary policy committee meeting know the details

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৭:৩১
Share: Save:

পুজোর মধ্যেই বৈঠকে বসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। যাকে কেন্দ্র করে উৎসবের মরশুমে আম জনতার মধ্যে বাড়ছে উৎসাহ। এবারের বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক? যার জেরে কমবে গাড়ি-বাড়ির ঋণের কিস্তির পরিমাণ? এই নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমেছেন বিশেষজ্ঞরাও।

আর্থিক বিশ্লেষকদের অনুমান, এবারও রেপো রেট অপরিবর্তিত রাখবে আরবিআই। বর্তমানে যা ৬.৫ শতাংশ রয়েছে। ষষ্ঠীতে (৯ অক্টোবর) আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস শেষ পর্যন্ত রেপো রেটে কোনও বদল হচ্ছে না জানালে, টানা দশম বারের জন্য তা অপরিবর্তিত থাকবে। সে ক্ষেত্রে আপাতত কমবে না গাড়ি-বাড়ির ঋণের কিস্তি।

তবে চলতি বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেটে বদল করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এর উল্টো যুক্তিও রয়েছে। কিছু অর্থনীতিবিদদের দাবি, এবারের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেবে আরবিআই। এক বেসিস পয়েন্ট হল শতাংশ পয়েন্টের ১০০ ভাগ।

বর্তমানে আরবিআইয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতি। যা কমানোর আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সাম্প্রতিক সময়ে খুচরো বাজারে সবজির দাম বৃদ্ধি আরবিআইয়ের কর্তা-ব্যক্তিদের কপালে ভাঁজ ফেলেছে। কনজিউজার প্রাইস ইনডেক্স বা সিপিআই অনুযায়ী সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ৫.২ শতাংশ থাকবে বলে অনুমান করা হয়েছিল। অগস্টে যা ছিল ৩.২।

সূত্রের খবর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আম জনতার হাতে বেশি পরিমাণে টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করছে আরবিআই। এই নিয়ে মুদ্রানীতি কমিটির ছয় সদস্য আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হারও ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সোমবার ৭ অক্টোবর থেকে বৈঠকে বসেছে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। যা শেষ হবে বুধবার (৯ অক্টোবর)।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE