বহাল রইল শেয়ার সূচকের নতুন নজির গড়ার সফর। বুধবার এই প্রথম ৭৫ হাজারের মাইলফলক পেরোল সেনসেক্স। নজির গড়ে ২৩ হাজারের আরও কাছে পৌঁছল নিফ্টি। সেনসেক্স দাঁড়িয়েছে ৭৫,০৩৮.১৫ অঙ্কে। লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ২.২৭ লক্ষ কোটি টাকা। বাজারের শেয়ারমূল্য আবার ৪০০ লক্ষ কোটি টাকা পেরিয়েছে। নিফ্টি থেমেছে ২২,৭৫৩.৮০-তে।
তবে লগ্নিকারীদের সাবধান করে বিশেষজ্ঞ আশিস দে-র দাবি, ‘‘লাগাতার উত্থানে বাজার চাঙ্গা দেখাচ্ছে বটে। তবে বহু আশঙ্কাকে অগ্রাহ্য করার এই উত্থান স্বস্তির নয়।’’ তাঁর মতে, অনিশ্চয়তাগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি, সুদ ছাঁটাই পিছনোর আশঙ্কা, জোগানে ধাক্কা ইত্যাদি। বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের ধারণা, ডিসেম্বরের মধ্যে ৮০ হাজারের ঘরে ঢুকে পড়তে পারে সূচক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)