ভারতীয় টেলিকম পরিষেবার দুনিয়া পা রাখার পর থেকেই একের পর এক চমক দিয়েছে জিয়ো। বাজারে আসার তিন বছরের মাথায় রিলায়্যান্স জিয়ো এখন টেলিকম কোম্পানিগুলির মধ্যে শীর্ষস্থানে। রিলায়্যান্স জিয়ো সম্প্রতি পিছনে ফেলে দিয়েছে ভারতী এয়ারটেল,ভোডাফোন-আইডিয়ার মতো বহু পোড় খাওয়া টেলিকম কোম্পানিকে।
চলতি বছরের জুন মাসে জিয়োর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ১৩ লক্ষে। অন্য দিকে নজিরবিহীন ভাবে কমেছে ভোডাফোন-আইডিয়ার গ্রাহক সংখ্যা। চলতি বছরের মার্চে তাদের গ্রাহক সংখ্যা ছিল ৩৩ কোটি ৪১ লক্ষ। জুনে তা দাঁড়িয়েছে ৩২ কোটিতে।
আরও পড়ুন: এই সব কারণে আয়কর নোটিস পেতে পারেন আপনিও, কী করবেন জেনে নিন