ফোনের বাজারে ভিভো ক্রেতাদের কাছে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। সেই কথা মাথায় রেখেই চলতি মাসেই আরও একটি নতুন ফোন আনতে চলেছে এই মোবাইল সংস্থাটি। ভিভো ওয়াই৯০ ফোনটি একদম এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড হলেও এই ফোন ক্রেতাদের মন কাড়বে বলেই দাবি এই মোবাইল সংস্থাটির।
মধ্যবিত্তদের নাগালেই রাখা হয়েছে এই ফোনটির দাম। ভিভো ওয়াই৯০-এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা।
এই ফোনে থাকছে ডুয়াল সিমের সুবিধা। ভিভো ওয়াই৯০-তে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও আর অপারেটিং সিস্টেমে থাকছে ফানটাচ ৪.৫। ফোনে থাকছে ৬.২২ ইঞ্চি এইচডি স্ক্রিন। ওয়াই৯০তে রয়েছে কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ২২ এসওসি। ফোনটির দ্রুত কাজ করার ক্ষমতার জন্যে থাকছে ২জিবি র্যাম।