Advertisement
১১ মে ২০২৪
Business News

শুরু হচ্ছে জিও ফোনের রাউন্ড ২ সেল, জেনে নিন কবে থেকে

ফের গ্রাহকদের চাহিদা মেটাতে রাউন্ড ২ সেল নিয়ে আসছে জিও। তবে হ্যাঁ, সবার জন্য এই সুবিধা দেবে না রিলায়্যান্স। তা হলে ভাগ্যবান সেই গ্রাহকদের দলে পড়বেন কারা?

ফের গ্রাহকদের চাহিদা মেটাতে রাউন্ড ২ সেল নিয়ে আসছে জিও। ছবি: ফেসবুকের সৌজন্যে।

ফের গ্রাহকদের চাহিদা মেটাতে রাউন্ড ২ সেল নিয়ে আসছে জিও। ছবি: ফেসবুকের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৪:১৮
Share: Save:

জিও সিম হোক বা ফোন। নতুন অফার হোক বা ফিচার্স। রিলায়্যান্স জিও নিয়ে গ্রাহকদের উত্তেজনা সবসময়েই থাকে চরমে। গ্রাহকদের সেই চাহিদা মেটাতেই ফের রাউন্ড ২ সেল শুরু হতে চলেছে জিও ফোনের। গত অগস্ট মাসে শুরু হয়েছিল প্রি-অর্ডার। তার এক মাস পর থেকে ডেলিভারি শুরু হয়েছিল জিও-র ফিচার্স ফোনের। কিন্তু শেষ পর্যন্ত আকাশছোঁয়া চাহিদার সঙ্গে পা মেলাতে না পেরে বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল এই ফোনের।

ফের গ্রাহকদের চাহিদা মেটাতে রাউন্ড ২ সেল নিয়ে আসছে জিও। তবে হ্যাঁ, সবার জন্য এই সুবিধা দেবে না রিলায়্যান্স। তা হলে ভাগ্যবান সেই গ্রাহকদের দলে পড়বেন কারা?

আরও পড়ুন: জিওকে টেক্কা দিতে মাত্র ৯৩ টাকায় নতুন অফার এয়ারসেলের

রিলায়্যান্সের তরফে খবর, জিও ফোন লঞ্চ হওয়ার তিন দিনের মধ্যে ৬ কোটি বুকিং হয়েছিল এই ফোনের। ২৪ সেপ্টেম্বর ডেলিভারি শুরু হওয়ার পরতাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এই ফোন। কিন্তু সংস্থা সূত্রে খবর, তারপরেও বহুমানুষ এই ফোনের অর্ডার দিয়েছিলেন।সেই অর্ডার গ্রহণ করা হলেও গ্রাহকদের হাতে ফোন দেওয়া সম্ভব হয়নি। জিও সূত্রে খবর, সেই সংখ্যাটা প্রায় ১০ কোটি। রাউন্ড ২ সেলে এ বার সেই গ্রাহকদের কাছেই ফোন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে জিও। তবে ইচ্ছুক গ্রাহকরা নতুন করে ফের জিও ফোনের অর্ডার দিতে পারবেন কি না সে সম্বন্ধে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে।

আরও পড়ুন: জিও-কে হারাতে ২ টাকার ডেটা প্ল্যান ওয়াইফাই ডাব্বার!

বুকিংয়ের পদ্ধতি:

• অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই বুক করা যাবে।

• অফলাইনে রিলাস্যান্স জিও-র খুচরো বিক্রেতা এবং রিলায়্যান্স ডিজিটাল স্টোর থেকে বুক করা যাবে এই ফোন।

• অনলাইনে মাই জিও অ্যাপ এবং jio.com থেকে বুক করা যাবে।

• প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হবে গ্রাহককে।

• ডেলিভারির সময় দিতে হবে ১০০০ টাকা।

• তবে এই পুরো টাকাটাই নেওয়া হবে ‘সিকিউরিটি মানি’ হিসেবে।

• পরে ফোন জমা দিয়ে দিলে ১৫০০ টাকার পুরোটাই ফেরত পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন: প্রতিদিন ১ জিবি ডেটা দেবে ভোডাফোনও, জেনে নিন কত টাকায়

দেখে নিন কী কী সুবিধা রয়েছে এই ফোনে:

• জিও’র নতুন ফিচার ফোনটিতে ফোর-জির সমস্ত সুযোগসুবিধা মিললেও এটি একটি সিঙ্গল সিম ফোন।

• একটি নতুন জিও নম্বরের সঙ্গেই মিলবে এই জিও ফোন। তবে আপনার কাছে আগে থেকেই জিও সিম থাকলে সেটি এই ফোনেও ব্যবহার করা যাবে।

• শুধুমাত্র জিও সিমই ব্যবহার করা যাবে এই ফোনে। অন্য কোনও টেলিকম সংস্থার সিম এই ফোনে ব্যবহার করা যাবে না।

• নতুন জিও ফোনে শুধুমাত্র ফোর-জি নেটওয়ার্কই কাজ করবে। টু-জি বা থ্রি-জি ব্যান্ডউইথ এই ফোনে কাজ করবে না।

• ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলি রয়েছে এই ফোনে।

• রিলায়্যান্স জিও ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার জিও টিভি। তবে এই বিশেষ পরিষেবা পেতে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে। ২৮ দিনের এই রিচার্জে প্রতি দিন মিলবে এক জিবি করে ডেটা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE