এক দিকে প্রতিযোগিতার চাপ। অন্য দিকে অল্প সময়ের মধ্যে সাফল্য পাওয়ার ঝোঁক— এই দু’টিই কিছু ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাকে অনৈতিক কার্যকলাপের দিকে ঠেলে দিচ্ছে, মন্তব্য করেছেন রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর স্বামীনাথন জে। এক অনুষ্ঠানে আর্থিক পরিষেবা সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে তাঁর বার্তা, কিছু ব্যাঙ্ক কর্তৃপক্ষ মনে করেন, কোন পথে সাফল্য অর্জন করা হল সেটা বিচার্য বিষয় নয়। সফল হলে সব পথই যুক্তিগ্রাহ্য। এই মনোভাবই ব্যাঙ্কিং ব্যবস্থার উপর মানুষের আস্থা কমাচ্ছে।
স্বামীনাথনের দাবি, কিছু ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ বিধির অতি সরলিকৃত অর্থ ধরে ব্যবসা পরিচালনার চেষ্টা করছে। কিছু সংস্থার পরিচালন ব্যবস্থায় শিথিলতাটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা পরিচালনার ত্রুটি নিয়ে তদন্তের মুখে পড়ছে। ঋণদাতা সংস্থাগুলির জন্য উন্নতির পথ হিসেবে নীতি মেনে চলার কথাই বলেছেন তিনি। তাঁর পরামর্শ, এমন পদক্ষেপ করা উচিত যা প্রচলিত ব্যবস্থা, গ্রাহক এবং নিয়মের নিরিখে নৈতিক হবে। এই নীতি শুধু পরিচালন পর্ষদে নয়, কার্যকর করা জরুরি ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থার শাখা স্তরেও।
সংস্থা পরিচালনায় ডিজিটাল প্রসারের সঙ্গে তাল মিলিয়ে সাইবার সুরক্ষা ও তথ্যের ব্যবহার সংক্রান্ত প্রযুক্তিতে লগ্নির উপর জোর দেন আরবিআই কর্তা। বলেন, ‘‘প্রযুক্তির প্রয়োগে খামতি পরিচালন প্রক্রিয়ায় বিপর্যয় ডেকে আনে। কিছু ক্ষেত্রে তা ঘটেছে।’’ ব্যাঙ্ক-সহ আর্থিক সংস্থার প্রতি মানুষের আস্থা তৈরিতেও জোর দিয়ে তাঁর মন্তব্য, ‘‘এ ক্ষেত্রে ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নেওয়া জরুরি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)