সাত মাসে সর্বনিম্ন হল খুচরো মূল্যবৃদ্ধি। বুধবার কেন্দ্র জানাল, গত জুলাইয়ের পরে ফেব্রুয়ারিতে ফের তা ৪ শতাংশের নীচে নেমেছে। সুদ কমাতে যেটা ছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের মূল লক্ষ্য। তা দাঁড়াল ৩.৬১%। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিও নেমেছে ৩.৭৫ শতাংশে। ফলে সংশ্লিষ্ট মহলের আশা, এপ্রিলে আরবিআই ফের সুদ কমাবে। পাঁচ বছরের মধ্যে গত মাসে প্রথম বার তা ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। যে কারণে মাসিক ঋণ শোধের কিস্তির (ইএমআই) বোঝা আরও হালকা হওয়ার প্রত্যাশা বাড়তে শুরু করেছে। কিছুটা নিশ্চিন্তি ফিরেছে শিল্পবৃদ্ধিতেও। সরকারি হিসাবে, মূলত কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির (৫.৫%) জেরে জানুয়ারিতে তা ৫% ছুঁয়েছে। গত বছর ছিল ৪.২%। ডিসেম্বরে নামে ৩.৫ শতাংশে।
পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘সুদ আরও কমার পথ চওড়া হল। তবে মার্চেই তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস আরবিআই-সহ সকলকে চিন্তায় রাখবে। এতে গত বছরের মতো ফলন মার খেলে খাদ্যপণ্যের দাম ফের বাড়বে।’’ অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর মতে, শীতের ফসল ওঠায় খাদ্যপণ্যের দাম কমার জেরে ফেব্রুয়ারিতে মূল্যবৃদ্ধি মাথা নামাবে জানা ছিল। চ্যালেঞ্জ, এটা ধরে রাখা। বর্ষার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে এখন সুদ ফের কমতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)