Advertisement
১১ জুন ২০২৪

ক্রেতাদের হাতে ফ্রিডম ২৫১ পৌঁছনো শুরুর দাবি রিংগিং বেলসের

শুক্রবার থেকেই ক্রেতাদের কাছে ২৫১ টাকার ফোন পৌঁছনোর কাজ শুরু করল রিংগিং বেলস। সংস্থার দাবি, প্রাথমিক ভাবে তিন ধাপে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ক্রেতাদের কাছে ‘ফ্রিডম ২৫১’ পৌঁছে দিচ্ছে তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০৩:৪১
Share: Save:

শুক্রবার থেকেই ক্রেতাদের কাছে ২৫১ টাকার ফোন পৌঁছনোর কাজ শুরু করল রিংগিং বেলস। সংস্থার দাবি, প্রাথমিক ভাবে তিন ধাপে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ক্রেতাদের কাছে ‘ফ্রিডম ২৫১’ পৌঁছে দিচ্ছে তারা।

রিংগিং বেলস-এর মালিক মোহিত কুমার গয়ালের দাবি, প্রথম পর্যায়ে ৫,০০০ ফোন দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তাঁরা। এ দিনই ২,২৪০টি ফোন ডিস্ট্রিবিউটর ও কুরিয়রের মাধ্যমে পাঠানো হয়েছে। এর মধ্যে হরিয়ানায় ৩৯০টি, পশ্চিমবঙ্গে ৫৪০টি, হিমাচল প্রদেশে ৬০৫টি, বিহারে ৪৮৪টি এবং উত্তরাখণ্ডে ২২১টি ফোন ক্রেতার পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এই ফোন হাতে পেতে ২৫১ টাকা ছাড়াও ক্রেতাকে ৪০ টাকা তা পৌঁছনোর খরচ হিসেবে দিতে হবে। সব মিলিয়ে খরচ পড়বে ২৯১ টাকা।

গয়ালের আরও দাবি, শনিবার দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যে যাবে আরও ২,০০০টি ফোন। আর প্রথম ধাপের বাকি ৭৬০টি ফোন আগামী সোমবার উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের দেওয়া হবে। আর তার পরেই দ্বিতীয় দফায় ২ লক্ষ ফোনের কাজ শুরু হবে জানান তিনি। যাদের যন্ত্রাংশ ইতিমধ্যেই সংস্থার কারখানায় পৌঁছে গিয়েছে বলেও গয়ালের দাবি।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে এই ফোন আনার কথা জানিয়েছিল রিংগিং বেলস। তবে প্রথম থেকেই বিতর্ক তাড়া করেছে এই কম দামি স্মার্ট ফোনটিকে ঘিরে। এর দাম ২৫১ টাকা হওয়া সম্ভব নয় বলে জানিয়ে তদন্তের দাবি তুলেছিল বিভিন্ন মহল। শেষ পর্যন্ত রিংগিং বেলসের বিরুদ্ধে তদন্তেও নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এফআইআর করা হয় গয়ালের বিরুদ্ধে। এই অবস্থায় সব মিলিয়ে ৭ কোটিরও বেশি আবেদন আসায় নির্দিষ্ট সময়ের আগেই প্রথম পর্যায়ে বুকিং বন্ধের কথা জানিয়েছিল রিংগিং বেলস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ringing Bells Cheapest phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE