Advertisement
১৮ এপ্রিল ২০২৪

গাড়ি বিমার ধন্দ কাটাল নিয়ন্ত্রক  

সেপ্টেম্বর থেকে চার চাকার গাড়ি কেনার সময়ে একলপ্তে ৩ বছরের জন্য তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) বিমা বাধ্যতামূলক হয়েছে।

দুর্ঘটনার ফলে গাড়ির ক্ষতি হলে (ওন ড্যামেজ), তা পূরণের জন্য আগের মতোই এক বছরের বিমার সুযোগ চালু রয়েছে।

দুর্ঘটনার ফলে গাড়ির ক্ষতি হলে (ওন ড্যামেজ), তা পূরণের জন্য আগের মতোই এক বছরের বিমার সুযোগ চালু রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০২:৫৫
Share: Save:

চার চাকা বা দু’চাকার গাড়ির ক্রেতাই চালক হলে গাড়ি কেনার সময়ে তিনি চাইলে এক বছরের জন্যও ব্যক্তিগত দুর্ঘটনা বিমা (কম্পালসরি পার্সোনাল অ্যাক্সিডেন্ট অথবা সিপিএ) করাতে পারবেন বলে স্পষ্ট করল আইআরডিএ। বিমা নিয়ন্ত্রক জানিয়েছে, অনেক ক্ষেত্রে বিমা সংস্থা প্রথমবারেই দীর্ঘ মেয়াদি সিপিএ করাতে চাপ দিচ্ছিল বলে অভিযোগ আসছে। তাই বিষয়টি স্পষ্ট করা হল।

সেপ্টেম্বর থেকে চার চাকার গাড়ি কেনার সময়ে একলপ্তে ৩ বছরের জন্য তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) বিমা বাধ্যতামূলক হয়েছে। দু’চাকার ক্ষেত্রে তা ৫ বছর। পাশাপাশি, দুর্ঘটনার ফলে গাড়ির ক্ষতি হলে (ওন ড্যামেজ), তা পূরণের জন্য আগের মতোই এক বছরের বিমার সুযোগ চালু রয়েছে। চাইলে তা দীর্ঘ মেয়াদে করা যেতে পারে। সিপিএ-র ক্ষেত্রেও এক বছর বা নতুন নিয়মে তার বেশি সময়ের বিমা করা যায়।

সূত্রের দাবি, কিছু ক্ষেত্রে বিমা সংস্থা এক বছরের বদলে দীর্ঘ মেয়াদি সিপিএ করতে চাপ দিচ্ছিল ক্রেতাকে। ফলে গাড়ি কেনার সময় একলপ্তে বাড়তি টাকা দিতে হচ্ছিল। এই প্রসঙ্গেই আইআরডিএ জানিয়েছে, সিপিএ-র মেয়াদ বাছাইয়ের সিদ্ধান্ত ক্রেতারই। তবে গাড়ি সংস্থার নামে হলে বা ক্রেতার ড্রাইভিং লাইসেন্স না থাকলে, সিপিএ প্রযোজ্য হবে না।

গাড়ি শিল্পের সংগঠন সিয়াম ও ডিলারদের সংগঠন ফাডার কর্তাদের মতে, এই সিদ্ধান্ত উৎসবের মরসুমে বিক্রি বাড়াতে সাহায্য করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPA Car Accident Insurance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE