Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Haldia Port

হলদিয়ায় বাধা নাবিকদের

ভাল্লা জানান, শুধু হলদিয়া বন্দরেই এই ঘটনা ঘটছে। অথচ মেয়াদ শেষ করা ভারতীয় নাবিকদের জাহাজ থেকে বন্দরে নামতে দিতেই হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০১:৩৯
Share: Save:

হলদিয়া বন্দরে নোঙর করা জাহাজ থেকে ভারতীয় নাবিকদের এখনও নামতে দেওয়া হচ্ছে না। কোনও নাবিককে উঠতেও দেওয়া হচ্ছে না জাহাজে। যদিও নিয়ম মাফিক চুক্তি শেষে জাহাজ থেকে নাবিকদের বন্দরে নামতে বা উঠতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্র। ফলে লকডাউনে প্রাথমিক ভাবে নিষেধাজ্ঞা থাকলেও, এখন তাতে বাধা নেই। এ নিয়ে করণীয় কী তা-ও উপকূলীয় রাজ্যগুলিকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে পশ্চিমবঙ্গ এখনও সেই নির্দেশ মানছে না বলে অভিযোগ তুলেছে নর্থ ব্লক। দু’দিন আগে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে এ নিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

ভাল্লা জানান, শুধু হলদিয়া বন্দরেই এই ঘটনা ঘটছে। অথচ মেয়াদ শেষ করা ভারতীয় নাবিকদের জাহাজ থেকে বন্দরে নামতে দিতেই হবে। একই ভাবে বদলি হিসাবে যে সব নাবিকদের জাহাজে ওঠার কথা, তাঁদেরও উঠতে দিতে হবে। ভারতীয় নাবিকদের জাহাজে উঠতে না দিলে, সেই কাজ অন্য দেশের নাবিকেরা ছিনিয়ে ‌নেবেন। ফলে এই সময়ে রাজ্য যেন অন্য অবস্থা‌ন না-নেয়। নবান্নের খবর, নাবিকদের অনুমতি দেওয়ার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haldia Port Sailors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE