এক দিকে বিক্রি দ্বিগুণ। অন্য দিকে বিক্রি আরও বাড়াতে আরও কিছু দিন ক্রেতাদের আর্থিক সহায়তা। শুক্রবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের উৎসাহে জ্বালানি ঢালল এই জোড়া খবর।
এ দিন ভারী শিল্প মন্ত্রক পিএম ই-ড্রাইভ প্রকল্পের মেয়াদ ২০২৮-এর মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এতে যাত্রিবাহী চার চাকা বাদে বাকি সব বৈদ্যুতিক গাড়ি (মূলত বাস-ট্যাক্সির মতো গণ ও পণ্য পরিবহণ, অ্যাম্বুলেন্স) কেনার জন্য আর্থিক সহায়তা পান ক্রেতা। সুবিধাটি ২০২৬-এর মার্চ পর্যন্ত পাওয়ার কথা ছিল। তবে বৈদ্যুতিক দু’চাকা ও তিন চাকার জন্য সময়সীমা থাকছে ২০২৬-এর মার্চই। প্রকল্পের বরাদ্দও ১০,৯০০ কোটি টাকা রয়েছে।
অন্য দিকে, গত মাসে যাত্রিবাহী বৈদ্যুতিকের বিক্রি গত বছরের জুলাইয়ের চেয়ে ৯৩.২১% বেড়ে হয়েছে ১৫,৫২৮টি। সংশ্লিষ্ট মহলের মতে, এতে উৎসাহ পাবে বৈদ্যুতিক গাড়ি সংস্থাগুলি। কেন্দ্র ই-ড্রাইভের মেয়াদ বাড়ানোয় বিক্রি বাড়ার পথ খুলবে। গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা-র সভাপতি সিএস বিজ্ঞেশ্বর জানান, বিভিন্ন সংস্থার নতুন মডেল ও বিভিন্ন রাজ্যের দেওয়া নানা রকম সুবিধাই বিক্রি এতটা বাড়িয়েছে। তাদের হিসাবে, গত বছরের জুলাইতে মোট চার চাকার বিক্রীত গাড়ির মধ্যে ২.৪% ছিল বৈদ্যুতিক। এ বার ৪.৭%। তবে দু’চাকার বিক্রি ৪.৩৫% কমেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)