কোনও সংস্থা বাজারে প্রথম বার শেয়ার বিক্রি করে তহবিল তোলার (আইপিও) কিছু দিন পরে সেটি শেয়ার বাজারে নথিবদ্ধ হয়। নথিবদ্ধ হওয়ার দিন থেকে সাধারণ ভাবে শুরু হয় তার লেনদেন। কিন্তু বাজারে শেয়ার ছাড়া এবং স্টক এক্সচেঞ্জে সেটির নথিবদ্ধ হওয়ার মধ্যের সময়টুকু বিড়ম্বনা বাড়াচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির। অভিযোগ, এই সময়ে ওই শেয়ার নিয়ে চলছে অবাধে বেআইনি ফাটকা খেলা। ফলে সাধারণ লগ্নিকারীরা সেই শেয়ার কিনে ঝুঁকির মুখে পড়ছেন। এ বার সেই বেআইনি লেনদেন আটকাতেই তৎপর হল সেবি।
সেবি চেয়ারপার্সন তুহিন কান্ত পাণ্ডে বৃহস্পতিবার আইপিও-তে শেয়ার বিক্রি এবং বণ্টনের পরে সেগুলির লেনদেনের জন্য নিয়ন্ত্রিত আইনি ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন। তাঁর বার্তা, শেয়ারটি বাজারে নথিবদ্ধ হওয়ার আগে ওই নিয়ন্ত্রিত ব্যবস্থা থেকে লেনদেন চললে ফাটকা কমবে।
বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘এই লেনদেনকে বলে প্রাক্-আইপিও লেনদেন। সেখানে অনেক সময় কৃত্রিম ভাবে শেয়ারদর বাড়িয়ে দেওয়া হয়। ফলে অল্প কয়েক দিন পরেই শেয়ারের দাম পড়তে থাকে। এ ভাবে অসাধু লেনদেনকারী মুনাফা করেন আর লোকসানে পড়ে মার খান সাধারণ লগ্নিকারী।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)