মূলধনী বাজারের সংস্কারের লক্ষ্যে আরও এক ধাপ এগোল শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। শেয়ার ও মূলধনী বাজারে আরও বেশি বিনিয়োগ টানতেই এই পথে হাঁটল তারা।
শনিবার পরিচালন পর্ষদের বৈঠকে এ ব্যাপারে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সেবি। এর মধ্যে অন্যতম হল: লেনদেনের খরচ ছাঁটতে ব্রোকার ফি এক ধাক্কায় ২৫% কমিয়ে আনা এবং এ ধরনের মধ্যস্থতাকারীর সামনে ডিজিটাল মাধ্যমে স্টক এক্সচেঞ্জে পাওনা মেটানোর বিকল্প খুলে দেওয়া।
সেবি-র বিবৃতি অনুসারে এ দিনের পদক্ষেপগুলি হল —