Advertisement
০৪ মে ২০২৪

সূচক ফের ২৯ হাজারে

দীর্ঘ ১৬ মাস পরে আবার ২৯ হাজারের ঘরে পা সেনসেক্সের। বৃহস্পতিবার ১১৮.৯২ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ২৯,০৪৫.২৮ অঙ্কে। আর নিফ্‌টি ৩৪.৫৫ বেড়ে ৮,৯৫২.৫০ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৪
Share: Save:

দীর্ঘ ১৬ মাস পরে আবার ২৯ হাজারের ঘরে পা সেনসেক্সের। বৃহস্পতিবার ১১৮.৯২ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ২৯,০৪৫.২৮ অঙ্কে। আর নিফ্‌টি ৩৪.৫৫ বেড়ে ৮,৯৫২.৫০ অঙ্কে।

বেশ কিছু দিন ধরেই শেয়ার বাজার চাঙ্গা। কিন্তু এ দিন তার ২৯ হাজার ছুঁয়ে ফেলার প্রায় পুরো কৃতিত্বটাই নিজেদের ঝুলিতে পুরেছে গাড়ি শিল্প। গাড়ি শিল্পের চাকা দ্রুত গড়ানোর আশাই টেনে তোলে সূচকের পারাকে। এ দিন গাড়ি শিল্পের সংগঠন সিয়াম জানিয়েছে, অগস্টেও ভাল মতো বেড়েছে সার্বিক ভাবে যাত্রী-বাহী গাড়ি বিক্রি। অর্থাৎ এ নিয়ে টানা ১৪ মাস। পাশাপাশি, চলতি অর্থবর্ষে গাড়ি বিক্রির পূর্বাভাসও বাড়িয়েছে তারা। যে কারণে হু হু করে বেড়েছে গাড়ি সংস্থাগুলির শেয়ার দর। বিএসই-তে মারুতির দর ২.৭১% বেড়ে হয়েছে ৫,৪৮২.৪০ টাকা, যা একটি রেকর্ড। বাজাজ অটো ৩.৫৫% বেড়ে ৩,০৯১.৯৫ টাকা। দাম বেড়েছে হিরো মোটো কর্প-সহ অন্যান্য সংস্থারও।

গাড়ি ছাড়াও যে-সব সংস্থার শেয়ার দর উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, তার মধ্যে রয়েছে টাটা স্টিল, সান ফার্মা, সিপলা, আইটিসি ইত্যাদি। তবে মুখ থুবড়ে পড়েছে তথ্যপ্রযুক্তি শিল্প। দেশের অগ্রণী তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের দর পড়েছে ৫.১৪%। উইপ্রোর ১.৭৭%। ইনফোসিসের ১.৬২%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sensex points
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE