রেকর্ড উচ্চতায় সেনসেক্স। ছবি- এএফপি
শেয়ার বেজার খুলতেই রেকর্ড উচ্চতা ছুঁল সেনসেক্স। এক ধাক্কায় ২০৪ পয়েন্ট বেড়ে মঙ্গলবার সকালে ৩২,০০৯ পৌঁছয় সূচক। পাশাপাশি নিফটিও ৬০ পয়েন্ট বেড়ে পৌঁছয় ৯,৮৭৬ পয়েন্টে।
আরও পড়ুন- স্বস্তি খুচরো মূল্যবৃদ্ধির হারে, সেই তলানিতে শিল্প বৃদ্ধি
গত কয়েক মাস ধরে একের পর রেকর্ড ভেঙেই চলেছে সেনসেক্স। এ দিন সকালে বাজারে ব্যাঙ্ক (০.৬৫%), অটো (০.০৮%), তথ্য ও প্রযুক্তি ((০.১৬%), ক্যাপিটাল গুডসের (১.০০%) মতো শেয়ারে গতি দেখা যায়। দাম পড়ে অপরিশোধিত তেল এবং গ্যাসের (-০.৫৫%) শেয়ারের। ডলার পিছু টাকার দামও সামান্য পড়েছে।
বুধবার খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে নীচে নামে। জুন মাসে সূচক দাঁড়ায় ১.৫৪%। এর ফলে আগামী মাসে ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাতে পারে বলে মনে করছে শিল্পমহল। এই রিপোর্টই এক ধাক্কায় শেয়ার বাজারকে উর্ধ্বমুখী করে তোলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডাও জোনস (০.৫০%), ন্যাসড্যাক (১.০৮%), হ্যাং স্যাং (১.১৩%), নিকি (০.০১%)-র মতো এশীয় ও মার্কিন শেয়ার বাজারও ছিল উপরের দিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy