Advertisement
E-Paper

খারাপ আর্থিক ফলের জেরে ফের পড়ল সূচক

আইটিসি-র মতো ব্লু চিপ সংস্থার হতাশাজনক ফল ও আমেরিকায় সুদ বৃদ্ধির ইঙ্গিত, দুইয়ের চাপে সোমবার সেনসেক্স পড়ল ৩১৪ পয়েন্ট। দাঁড়াল ২৭,৬৪৩.৮৮ অঙ্কে। আগামী বৃহস্পতিবার আগাম লেনদেনের সেট্লমেন্টের দিন। যে-সব লগ্নিকারী শেয়ার ধরে রেখেছিলেন, বাজারের হাল খারাপ দেখে তার আগেই তাঁদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়। যা সূচকের পতনকে আরও কিছুটা ত্বরান্বিত করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০২:১৭

আইটিসি-র মতো ব্লু চিপ সংস্থার হতাশাজনক ফল ও আমেরিকায় সুদ বৃদ্ধির ইঙ্গিত, দুইয়ের চাপে সোমবার সেনসেক্স পড়ল ৩১৪ পয়েন্ট। দাঁড়াল ২৭,৬৪৩.৮৮ অঙ্কে।

আগামী বৃহস্পতিবার আগাম লেনদেনের সেট্লমেন্টের দিন। যে-সব লগ্নিকারী শেয়ার ধরে রেখেছিলেন, বাজারের হাল খারাপ দেখে তার আগেই তাঁদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায়। যা সূচকের পতনকে আরও কিছুটা ত্বরান্বিত করেছে।

গত শুক্রবারই ভোগ্যপণ্য সংস্থা আইটিসি জানিয়েছে, ২০১৪-’১৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ৩.৬৫% বেড়ে হয়েছে ২৩৬১.১৮ কোটি টাকা। সিগারেটের কাটতিতে ঘাটতি এবং কৃষিজাত পণ্যের ব্যবসা থেকে আয় হ্রাসের বিরূপ প্রভাবই সংস্থার মুনাফায় পড়েছে। বাজার সূত্রের খবর, এই ফলাফলে হতাশ লগ্নিকারীরা।

এমনিতেই হালে বেশি অনিশ্চিত হয়ে পড়েছে বাজার। লগ্নিকারীরা বেশি দিন শেয়ার হাতে রাখতে ভরসা পাচ্ছেন না। দাম একটু বাড়লেই বেচে মুনাফা ঘরে তুলছেন। ফলে সূচক একটু বাড়লেই শেয়ার বিক্রির হিড়িকে তা ফের নেমে আসছে। বিশেষজ্ঞদের মতে অনিশ্চিত শেয়ার বাজারের চরিত্র এটাই।

এ দিকে, সম্প্রতি মার্কিন শীর্ষ ব্যাঙ্কের চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেন এ বছরেই সুদ বাড়ানোর বিষয়টি ঠিক হয়ে আছে বলে জানিয়েছেন। এটা বাস্তবে ঘটলে, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি তাদের বিনিয়োগের অনেকটাই ভারত থেকে গুটিয়ে আমেরিকায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা। ফলে দীর্ঘ মেয়াদে কেউ লগ্নির পথে তেমন এগোচ্ছেন না।

Benchmark FMCG stocks ITC Sensex money bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy