Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

শেয়ার বাজারে ধস, সেনসেক্স এবং নিফটির পতন অব্যাহত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ১৫ অক্টোবর ২০২০ ১৮:০৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। আর বৃহস্পতিবার তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ল বিশ্ব অর্থনীতিতে।

বৃহস্পতিবার বিভিন্ন দেশের শেয়ার বাজারের মতো ধস নেমেছে সেনসেক্সেও। এ দিন এক সময় প্রায় ১০৯৮ পয়েন্ট (২.৬৯ শতাংশ) পড়ে তা নেমে আসে ৩৯,৬৯৬.৭৬-এ। নিফটি প্রায় ৩০৫ পয়েন্ট (২.৫৫ শতাংশ) খুইয়ে দাঁড়ায় ১১,৬৬৬.৩-এ।

এ দিন বাজার বন্ধের সময় ১০৬৬.৩৩ পয়েন্ট খুইয়ে সেনসেক্স ৩৯,৭২৮.৪১-এ থিতু হয়। নিফটি ২৯০.৭ পয়েন্ট নেমে ১১,৬৮০.৩৫-এ দাঁড়ায়।

Advertisement

আরও পড়ুন: ‘ভারত বিরোধী’ উপ-প্রধানমন্ত্রীর দফতর ছেঁটে বার্তা নেপালের

গত তিন সপ্তাহের মধ্যে শেয়ার বাজারের সবচেয়ে খারাপ অবস্থা ছিল এ দিন। বাজার বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আপাতত পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও আশা নেই। তাঁদের মতে, তথ্য-প্রযুক্তি এবং আর্থিক সংস্থাগুলির শেয়ারের দর পড়ার কারণে বাজার ক্রমশ খারাপ হচ্ছে।

আরও পড়ুন: টিআরপি জালিয়াতির অভিযোগে নিউজ চ্যানেলের রেটিং বন্ধ তিন মাস

আরও পড়ুন

Advertisement