Advertisement
E-Paper

হিলারি হাওয়ায় ফের উঠল সূচক

হিলারি হাওয়ায় ভর করে টানা বাড়ছে শেয়ার বাজার। হিলারির দিকে ভোটের হাওয়া ঘুরতে থাকার ইঙ্গিতে আগের দিন ১৮৪.৮৪ পয়েন্ট বাড়ার পরে বুধবারও সেনসেক্স বাড়ল ১৩২.১৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক এসে দাঁড়ায় ২৭৫৯১.১৪ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০৩:২৩

হিলারি হাওয়ায় ভর করে টানা বাড়ছে শেয়ার বাজার। হিলারির দিকে ভোটের হাওয়া ঘুরতে থাকার ইঙ্গিতে আগের দিন ১৮৪.৮৪ পয়েন্ট বাড়ার পরে বুধবারও সেনসেক্স বাড়ল ১৩২.১৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক এসে দাঁড়ায় ২৭৫৯১.১৪ অঙ্কে।

সেনসেক্সের পাশপাশি বেড়েছে নিফ্‌টিও। এ দিন ৪৬.৫০ পয়েন্ট বেড়ে লেনদেন বন্ধের সময়ে নিফ্‌টি এসে থিতু হয় ৮৫৪৩.৫৫অঙ্কে।

শুধু ভারতই নয়, সারা বিশ্বের শেয়ার বাজারই এখন তাকিয়ে আছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। হিলারির জেতার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব বাজার। এ দিন এশিয়া এবং ইউরোপের বাজারগুলিতেও সূচকের মুখ ছিল উপরের দিকেই। খোলার পরে বেড়েছে মার্কিন বাজারও।

শেয়ার বাজার মহলের ‘ফেভারিট’ ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন। আউটসোর্সিংয়ের বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোলান্ড ট্রাম্প ক্ষমতায় এলে ভারত-সহ বিভিন্ন দেশে বিশেষ করে তথ্যপ্রযুক্তি শিল্পের ব্যবসা মার খেতে পারে বলে আশঙ্কা। ট্রাম্পের নিবার্চনী বক্তৃতা থেকে বিশ্ববাসীর ধারণা হযেছে যে, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকার বিদেশ নীতিতেও বড় মাপের পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের রূপ কেমন হবে, তা নিয়েও সৃষ্টি হয়ছে উদ্বেগ। এই সব কারণে বিশ্বের অধিকাংশ দেশই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে হিলারিকেই দেখতে চাইছে। এতে সামিল বিভিন্ন দেশের শেয়ার বাজার। যার মধ্যে রয়েছে ভারতও।

ভোটদান শেষে আজ সকাল থেকেই নির্বাচনের ফলাফল প্রকাশ হতে শুরু করবে।

Hillary clinton Sensex
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy