শিলিগুড়ির অবস্থানগত কারণেই উত্তর-পূর্ব ভারতের ‘মেডিক্যাল হাব’ তৈরির ক্ষেত্র এই শহরে প্রস্তুত হয়েই রয়েছে। শনিবার আয়োজিত এক সভায় বিভিন্ন তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে এই বিষয়টিই তুলে ধরা হয়। বেসরকারি ক্ষেত্রে আধুনিক এবং উন্নততর চিকিৎসা পরিকাঠামো তৈরি নিয়েই আয়োজিত হয় ওই আলোচনাসভা। বেসরকারি নার্সিংহোম, হাসপাতাল-সহ চিকিৎসার নানা ক্ষেত্রে পরামর্শদাতা একটি সংস্থা সভাটির আয়োজন করে। উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। আয়োজক সংস্থার অন্যতম কর্তা ইন্দ্রদীপ দাসের বক্তব্য, উত্তরবঙ্গের সাত জেলার মধ্যে ছ’টি জেলার বাসিন্দারাই বেসরকারি ক্ষেত্রে আধুনিক চিকিৎসার জন্য শিলিগুড়ির উপর নির্ভরশীল।