ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির রফতানির নিয়ম আরও সহজ করার পথে হাঁটছে কেন্দ্র। মূলত যে সব সংস্থা রফতানির সঙ্গে যুক্ত, তারা যাতে সহজে ঋণ পায় বা বিদেশি সংস্থার সঙ্গে সহজে বাণিজ্য করতে পারে, সে জন্য নতুন নিয়ম তৈরি করছে সরকার। বাণিজ্য, ক্ষুদ্র শিল্প ও অর্থ মন্ত্রক এর জন্য একযোগে কাজ করছে বলে জানান ডিরেক্টর জেনারাল অব ফরেন ট্রেড সন্তোষ কুমার সারেঙ্গি। বাজেটে এক্সপোর্ট প্রমোশন মিশনের যে কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন, তার আওতায় এই সুবিধা দেওয়া হবে। ৪-৫ মাসের মধ্যে এই নতুন নিয়ম চালু হবে বলেই আশা সারেঙ্গির।
উল্লেখ্য, বাজেটে মাঝারি ও ক্ষুদ্র সংস্থাগুলিকে রফতানিতে সহায়তা করতে ২২৫০ কোটি টাকার এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে রফতানিকারী সংস্থাগুলি সহজে ঋণ, বিদেশে ননা সমস্যায় সাহায্য ও বিভিন্ন দেশের বাজারে পণ্য বিক্রি করার ক্ষেত্রে সহায়তা পাবেন। সারেঙ্গি জানান, এর ফলে তাদের ব্যাঙ্কের উপরে নির্ভরশীলতা যেমন কমবে, তেমনই বেআইনি কার্যকলাপও অনেকাংশে কমবে। ওয়াকিবহাল মহলের মতে, রফতানির বিবিধ পরিষেবা পাওয়া সময়সাপেক্ষ। সেগুলির খরচও অনেক বেশি। কেন্দ্রের পক্ষ থেকে এই সুবিধা পাওয়া গেলে তা নিঃসন্দেহে ছোট বা মাঝারি সংস্থাগুলির জন্য ইতিবাচক খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)