মূল্যবৃদ্ধি মাথা নামানোয় ইতিমধ্যেই ১০০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তার পর থেকে রেপো রেট (যে সুদে তারা ব্যাঙ্কগুলিকে ধার দেয়) অপরিবর্তিত। এ বার বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ডিসেম্বরের ঋণনীতিতে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাবে আরবিআই। অন্য অংশের মতে, এ বারও তা স্থির থাকবে।
আগামী ৩-৫ ডিসেম্বর বৈঠকে বসবে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটি। ৫ তারিখ অর্থাৎ শুক্রবার সুদের হার ঘোষণা। সুদ কমানোর পক্ষপাতীদের ধারণা, খুচরো মূল্যবৃদ্ধি ০.২৫ শতাংশে নেমেছে। ফলে বিশ্ব বাজারের অনিশ্চয়তা যুঝতে দেশের আর্থিক বৃদ্ধিকে আরও উপরে তোলার সুযোগ তারা হাতছাড়া করবে না আরবিআই। বিরুদ্ধ পক্ষের মতে, প্রত্যাশা ছাপিয়ে জুলাই-সেপ্টেম্বরের আর্থিক বৃদ্ধি ৮.২% ছুঁয়েছে। বহাল অর্থনীতি আঁটোসাঁটো করার প্রক্রিয়া, সরকারের লগ্নি, জিএসটির হার কমানোর মতো সংস্কারও। ফলে সুদ ছাঁটার বিশেষ তাড়া নেই।
একাংশের প্রশ্ন, মূল্যবৃদ্ধি এতটা নীচে নামায় সুদের হার আরও কিছুটা কমানোর জায়গা তৈরি হয়েছে। সেটা কাজে লাগানো হবে না কেন?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)