এই গরমে যখন সবার প্রাণ ওষ্ঠাগত, তখন মনে হয় না, এই গরমে যদি গায়েও একটা এসি লাগিয়ে বেরনো যেত! যদি আপনিও এই কথা কোনও দিন ভেবে থাকেন, তা হলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। গরমে হাঁসফাঁস করা মানুষদের কথা ভেবেই সোনি কোম্পানি এবার আনতে চলেছে “ওয়্যারেবল এসি”।
‘সাউথ চায়না মর্নিং পোষ্ট’ এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছে। চিনে এই ভিডিওটি পোষ্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে সংগৃহীত টাকা দিয়েই সোনি এই নতুন এসি তৈরির কাজ শুরু করেছে। ‘রেয়ন পকেট’ নামে এই বাতানুকুল যন্ত্র তার রিয়ার প্যানেল দিয়ে ঠান্ডা বা গরম হাওয়া বার করবে। আকার হবে ফোনের থেকেও ছোট, তাই পকেটে নিয়ে ঘুরতেও কোনও অসুবিধা হবেনা ব্যবহারকারীদের।
তবে যে কোনও জামার পকেটে ঢুকিয়ে নিলেই চলবে না এই এসি। এর জন্য প্রয়োজন হবে এক বিশেষ ‘আন্ডারশার্ট’(শার্টের নিচে পরার অন্তর্বাস)। চিন্তার কারণ নেই, এসির সঙ্গেই বিক্রি করা হবে এই পোশাক। পোশাকটি পরে আপনি রাস্তায় বার হলে গরম লাগলে নিজের স্মার্টফোন দিয়েই এসির তাপমাত্রা বাড়াতে বা কমাতে পারবেন। যদি আপনি নিজে সঠিক তাপমাত্রা সেট করতে না পারেন, তা হলেও চিন্তা নেই, কারণ এই যন্ত্র নিজেই আপনার দেহের জন্য উপযুক্ত তাপমাত্রা ঠিক করে দেবে।