E-Paper

গো ফার্স্টের জন্য ১৬০০ কোটির দরপত্র

গো ফার্স্টকে অধিগ্রহণের জন্য অজয় এবং এবং বিজ়ি বি এয়ারওয়েজ়ের কনসর্টিয়াম ১৬০০ কোটি টাকার পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছে। এর মধ্যে ১০০০ কোটি টাকা খরচ করা হবে ঋণ মেটাতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৬
An image of plane

—প্রতীকী চিত্র।

গত বছরের মে মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল সস্তার উড়ান সংস্থা গো ফার্স্ট। দেউলিয়া বিধিতে সংস্থাটির পুনর্গঠন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত দু’টি আর্থিক দরপত্র জমা পড়েছে। এর মধ্যে স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এবং বিজ়ি বি এয়ারওয়েজ়ের যৌথ পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। অন্য দরপত্রটি পেশ করেছে শারজার স্কাই ওয়ান এয়ারওয়েজ়। তবে সূত্রের খবর, কোনও দরপত্রই গো ফার্স্টের ঋণদাতাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। সমস্ত দিক খতিয়ে দেখে সংস্থাগুলিকে ফের সংশোধিত দরপত্র পেশ করতে বলতে পারে তারা। তাতেও কাজ না হলে সংস্থা গোটানোর পথে যেতে হতে পারে ঋণদাতাদের কমিটিকে। রেজ়লিউশন প্রফেশনাল শৈলেন্দ্র অজমেঢ়া অবশ্য সংবাদ সংস্থার পাঠানো ই-মেলের কোনও উত্তর দেননি।

গো ফার্স্টকে অধিগ্রহণের জন্য অজয় এবং এবং বিজ়ি বি এয়ারওয়েজ়ের কনসর্টিয়াম ১৬০০ কোটি টাকার পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছে। এর মধ্যে ১০০০ কোটি টাকা খরচ করা হবে ঋণ মেটাতে। সংস্থাকে ফের চাঙ্গা করতে আরও ৬০০ কোটি টাকা ঢালবে তারা। স্কাই ওয়ান এয়ারওয়েজ়ের দরপত্রের অঙ্ক কিছুটা কম। তবে সূত্রের বক্তব্য, রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদার নেতৃত্বাধীন ঋণদাতাদের গোষ্ঠীর কাছে গো ফার্স্টের দেনার পরিমাণ ৬৫২১ কোটি টাকা। এর মধ্যে ১৩০০ কোটি সরকারি গ্যারান্টিযুক্ত। বাকি পাওনাদারদের যোগ করলে দেনার অঙ্ক প্রায় ১১,৪৬৩ কোটি টাকা। ফলে এই দুই দরপত্র ঋণদাতাদের আদৌ সন্তুষ্ট করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে সংশ্লিষ্ট মহলে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Go First Go First Flight Spice Jet

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy