Advertisement
২১ জানুয়ারি ২০২৫

এখনও ভাবছেন এই গরমের ছুটিতে কোথায় যাবেন!

প্রথমে ঠিক করুন, আপনি কী রকম জায়গায় এই ছুটিটা কাটাতে চান? মনোরম আবহাওয়া না ধপধপে বরফের চাদর- কোনটা পছন্দ আপনার? এ রকমই দু'টি জায়গার সন্ধান দেব আজ। আর এই দু’টি জায়গায় অত্যন্ত কম খরচে ঘুরে আসতে পারবেন আপনি।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৮:১০
Share: Save:

দেখতে দেখতে গরমের ছুটি পড়েই গেল। অনেকেই হয়তো বেরিয়ে পড়েছেন দূরে কোথাও ছুটি কাটাতে। আবার অনেকে এখনও ভাবছেন যে কোথায় যাওয়া যায়। আচ্ছা, এ ভাবে ভাবতে বসলে তো ছুটিটা স্রেফ ঘরে বসেই কেটে যাবে, তাই না! আর ছুটি এ ভাবে নষ্ট করতে কেই বা চায়। তাহলে এখনই প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন গন্তব্যের উদ্দেশে। আর কোথায় যাওয়া তা যদি আপনারা ঠিক করতে না পারেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করছি আপনার ভ্যাকেশন প্ল্যানিংয়ে।
প্রথমে ঠিক করুন, আপনি কী রকম জায়গায় এই ছুটিটা কাটাতে চান? মনোরম আবহাওয়া না ধপধপে বরফের চাদর- কোনটা পছন্দ আপনার? এ রকমই দু'টি জায়গার সন্ধান দেব আজ। আর এই দু’টি জায়গায় অত্যন্ত কম খরচে ঘুরে আসতে পারবেন আপনি।
যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় হন, আর শহরের গরম থেকে স্রেফ পালিয়ে কয়েকদিনের জন্য ঠান্ডার দেশে গা ঢাকা দিতে চান, তবে কাশ্মীর হল আপনার জন্য একদম সঠিক জায়গা। এমনিতেই বছরের বেশিরভাগ সময়েই কাশ্মীরের তাপমাত্রা থাকে ৪-৫ ডিগ্রির কাছাকাছি। সঙ্গে অ্যাডভেঞ্চার তো রয়েছেই।


Source: www.kashmirtour-packages.com

উপত্যকা বা ভূ-স্বর্গ। কাশ্মীরকে এই নামেই সবাই জানে। সত্যিই, স্বর্গই বটে। ঠান্ডা বাতাস, সাদা বরফ আর শান্ত পরিবেশ। লেহ, লাদাখ থেকে গুলমার্গ, পাটনিটপ, পহলগাঁও, এই পর্যটন কেন্দ্রগুলি সারা বছর ধরেই পর্যটকদের আকর্ষণ করে। সাধারণত লেহ, লাদাখ হয়েই কাশ্মীরে প্রবেশ করেন পর্যটকরা। অনেকে আবার জন্মু থেকেই শুরু করেন কাশ্মীরের ভ্রমণপর্ব।
কাশ্মীর এলে কলকাতার ভ্যাপসা গরম থেকে থেকে তো মুক্তি মিলবেই, সঙ্গে আপনি সাক্ষী থাকতে পারবেন চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য্যের। ভোরের সূর্যের প্রথম আলো কিংবা গোধূলি বিকেলে তুষারশুভ্র পাহাড়ের বুকে সূর্যাস্ত, আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে।


Source: www.samaaratravel.com

শুধু প্রাকৃতিক সৌন্দর্য্যই নয়, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও কাশ্মীর যেন স্বর্গোদ্যান। লাদাখের মোটরবাইক সাফারি, মাউন্টেন সাইক্লিং, রিভার রাফটিং থেকে গুলমার্গে স্নো স্কিইং, কায়াকিং ও ক্যানোয়ইং কিংবা ট্রেকিং সব কিছুই রয়েছে এখানে। আর এই সময়টায় কাশ্মীর গেলে শুধু আপনার যে মন ভরে আউটিং হবে তা নয়, বরং সাশ্রয়ও হবে অনেকটা। কেননা এয়ার এশিয়া তাদের বিমান টিকিটে দিচ্ছে অবিশ্বাস্য ছাড়। তবে আপনার এই ভ্রমণপর্বে একটু আলাদা অভিজ্ঞতার সাক্ষী থাকতে হলে কলকাতা থেকে চলে আসুন দিল্লি। এমনিতেই এখন রমজানের মাস। আর পুরনো দিল্লির রমজান উত্সব দেখার মতো। না হয় দু-একদিন কাটিয়ে নিলেন দিল্লি। আর সেখান থেকে আবার বিমান ধরে সোজা শ্রীনগর।


Source: www.kashmirhills.com

ধরুন যদি আপনার বরফ বা অ্যাডভেঞ্চার কোনওটাই পছন্দ নয়। কিংবা রোজকার অফিসের ক্লান্তি কাটাতে, আপনি শান্ত পরিবেশ খুঁজছেন। তাহলে আপনি এই ছুটিতে চলে যেতে পারেন পুণে। মহারাষ্ট্রের পুণের আবহাওয়া এমনিতেই সারা বছরই মনোরম থাকে। সঙ্গে শান্ত পরিবেশ তো রয়েছেই।
পুণেতে প্রবেশ করলেই আপনার এক অন্যরকম অনুভূতি জাগবে। এত শান্ত পরিবেশ, এত সবুজের মধ্যে আস্ত একটা শহর যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছোট ছোট সবুজ পাহাড়, আর ফাঁকা রাস্তা, আর পাহাড় কেটে বানানো সরু টানেল, এ শহর আপনার মন ভোলাবেই।


Source: static.asiawebdirect.com

শুধু সৌন্দর্য্যই নয়, পুণে শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ইতিহাস। আগা খান প্যালেস. সিনহাগড় ফোর্টের মতো জায়গাগুলির আজও ইতিহাস ধরে রেখেছে। এই জায়গাগুলি ঘুরে দেখার পাশাপাশি, পুণে থেকে আপনি ঘুরে আসতে পারেন লোনাভলা, মহাবালেশ্বর, মাথেরান-এর মতো জায়গাগুলিও।


Source: upload.wikimedia.org

রোজকার ব্যস্ততার স্ট্রেস কাটাতেই মূলত পর্যটকরা এখানে ঘুরতে আসেন। আর এই ছুটিতে আপনার যদি পুণে যাওয়ার পরিকল্পণা করেন, তবে এখনই বুক করে ফেলুন এয়ার এশিয়ার টিকিট আর পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। পুণে যাওয়ার পথে চাইলে দু-তিন দিনের জন্য রাজধানী থেকেও ঢুঁ মেরে আসতে পারেন। রমজানের দিল্লিকে দেখে আসতে পারেন নিজের চোখে।

তা হলে আর দেরি কেন? গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে এয়ার এশিয়ার এই অবিশ্বাস্য অফার। বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন এয়ার এশিয়ার ওয়েবসাইট। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য।
আপনার যাত্রা শুভ হোক।

অন্য বিষয়গুলি:

Summer Vacation Summer Holidays AirAsia Travel Destinations
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy