Advertisement
E-Paper

সাত সেশন পেরিয়েও ফিরল না ভাগ্য, রক্তক্ষরণ অব্যাহত শেয়ার বাজারে

শেয়ার বাজারে বন্ধ হচ্ছে না রক্তক্ষরণ। সোমবার, ১৮ নভেম্বর সেনসেক্স পড়ল ২৪০ পয়েন্ট। সাড়ে ২৩ হাজারের নীচেই থেমে গেল নিফটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:২৯
Stock Market down on 18 November 2024 Sensex fall 240 points Nifty below 23500

—প্রতীকী ছবি।

শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়ের দেখা নেই। উল্টে ভালুকের আঁচড়ে ফের রক্তাক্ত স্টকের সূচক। সপ্তাহের প্রথম দিনেই প্রায় ২৫০ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। নিফটিতে দেখা গিয়েছে প্রায় ৮০ পয়েন্টের পতন।

সোমবার, ১৮ নভেম্বর ৭৭,৩৩৯.০১ পয়েন্টে গিয়ে থেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। সকালে যা খুলেছিল ৭৭,৮৬৩.৫৪ পয়েন্টে। অর্থাৎ ২৪১.৩০ পয়েন্ট নেমেছে সেনসেক্স। যা প্রায় ০.৩১ শতাংশ। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৭,৮৮৬.৯৭ পয়েন্টে উঠেছে সূচক।

একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। সেখানে দিন শেষে নিফটি পৌঁছয় ২৩,৪৫৩.৮০ পয়েন্টে। এতে ০.৩৪ শতাংশের পতন দেখা গিয়েছে। এনএসইতে ৭৮.৯০ পয়েন্ট নেমেছে সূচক। দিনের শুরুতে নিফটি দাঁড়িয়েছিল ২৩,৬০৫.৩০ পয়েন্টে। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৬০৬.৮০ পয়েন্টে উঠেছিল এর লেখচিত্র।

বিএসই ও এনএসই – দু’টি বাজারেই দিনভর অস্থিরতা লক্ষ করা গিয়েছে। এই নিয়ে টানা সাতটি সেশনে নিম্নমুখী রইল শেয়ার সূচক। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে আর কখনও টানা এত দিন পতনের সাক্ষী হয়নি বাজার। ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এ দিন তথ্যপ্রযুক্তি এবং ধাতুসংকর সংস্থাগুলির স্টকে লগ্নিকারীদের সবচেয়ে বেশি লোকসান হয়েছে।

নিফটিতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের লেখচিত্র দুই শতাংশের বেশি নেমে গিয়েছে। শক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত কোম্পানির স্টকের দাম পড়েছে এক শতাংশ। অন্য দিকে গাড়ি প্রস্তুতকারী এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে লগ্নিকারীদের লাভ হয়েছে। এই শেয়ারগুলির দাম ০.৩ থেকে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Sensex Down Nifty Fall Share Bazar Fall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy