Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোটের মুখে বাজার যেন ইউসেইন বোল্ট

ভোটের মুখে অনেক সময়ই কিছুটা নড়বড়ে থাকে বাজার। তার জায়গায় এমন ষাঁড়ের দৌড়ের পিছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০১:৫৭
Share: Save:

দু’দিন হোঁচট খাওয়ার পরে ১৭৭.৫১ পয়েন্ট উত্থানে সপ্তাহ শেষ করল সেনসেক্স। দাঁড়াল ৩৮,৮৬২.২৩ অঙ্কে। ৬৭.৯৫ পয়েন্ট উঠল নিফ্‌টিও। থামল ১১,৬৬৫.৯৫ অঙ্কে।

ভোটের মুখে অনেক সময়ই কিছুটা নড়বড়ে থাকে বাজার। তার জায়গায় এমন ষাঁড়ের দৌড়ের পিছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা।

তাঁরা বলছেন, ‘‘বাজারের দৌড়ের প্রধান কারণ বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ।’’ তার সুবাদে মাস তিনেকের মধ্যেই সেনসেক্স পকেটে পুরে ফেলেছে প্রায় আড়াই হাজার পয়েন্ট। এক মাসে তারা ঢেলেছে প্রায় ৪২,৯০০ কোটি টাকা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের মতে, বিদেশি হেজ ফান্ডের লগ্নির জোরে বাড়ছে শেয়ার বাজার।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দেকো সিকিউরিটিজের কর্ণধার অজিত দে বলেন, ‘‘মার্কিন বন্ড বাজার জৌলুস হারিয়েছে। তাই সেখান থেকে টাকা তুলে ভারতে ঢালছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।’’ তা ছাড়া, ভারত এখনও বিশ্বে দ্রুততম বৃদ্ধির দেশ। সেখানে ভোটের পরে সংখ্যাগরিষ্ঠ সরকার এলে, রকেট গতিতে সূচক বাড়ার আশাতেও বহু হেজ ফান্ড টাকা ঢালছে বলে কৌশিকের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stock Market Sensex Nifty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE