Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাড়ছে দায়, প্রসাদের কাছে মিত্তল

সম্প্রতি সংস্থাগুলিকে টেলিকম দফতরের হিসেব মেনে সরকারকে বকেয়া লাইসেন্স ও স্পেকট্রামের ফি বাবদ ৯২ হাজার কোটি মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভারতী এয়ারটেল কর্ণধার সুনীল মিত্তল।

ভারতী এয়ারটেল কর্ণধার সুনীল মিত্তল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ০২:৫৬
Share: Save:

সুপ্রিম কোর্টের নির্দেশে টেলিকম সংস্থাগুলির ঘাড়ে ৯২ হাজার কোটি টাকার বোঝা চাপার পড়ে সুরাহার খোঁজে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছে ভোডাফোন আইডিয়া। সোমবার টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও টেলিকম সচিব অংশু প্রকাশের সঙ্গে দেখা করলেন ভারতী এয়ারটেল কর্ণধার সুনীল মিত্তল। কী কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি সংস্থা। তবে সরকারি সূত্রের খবর, শীর্ষ আদালতের জারি করা ফরমানের প্রেক্ষিতে এয়ারটেলের আর্থিক দায় নিয়েই আলোচনা হয়েছে সেখানে।

সম্প্রতি সংস্থাগুলিকে টেলিকম দফতরের হিসেব মেনে সরকারকে বকেয়া লাইসেন্স ও স্পেকট্রামের ফি বাবদ ৯২ হাজার কোটি মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শিল্প মহলের আশঙ্কা, সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য আরও শোচনীয় হতে পারে এই বাড়তি বোঝায়। বিশেষত যেখানে ঋণ ও মাসুল যুদ্ধে জেরবার তারা।

সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, ওই বকেয়া মেটাতে টেলিকম সংস্থাগুলি আলাদা করে অর্থের সংস্থান করে রাখেনি। তাই আগে তারা জরিমানা ও সুদে ছাড় চাইছে। সূত্রের খবর, মিত্তলের পাশাপশি এ দিন ভোডাফোন আইডিয়ার কর্ণধার কুমার মঙ্গলম বিড়লারও বৈঠক করার কথা ছিল। তবে আর এক সূত্র জানিয়েছে, তিনি পরে অন্য সময় চেয়েছেন সরকারের কাছে। এ নিয়ে অবশ্য সংস্থাটির তরফে প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE