Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাধারণ ও রেল বাজেট মেশানোয় সায় অর্থ মন্ত্রকের

অবশেষে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ার জন্য রেলমন্ত্রী সুরেশ প্রভুর প্রস্তাব মেনে নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। শেষ পর্যন্ত দুই বাজেট যদি সত্যিই মিশে যায়, তা হলে আগামী দিনে ছেদ পড়তে পারে ৯২ বছরের পুরনো ঐতিহ্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০৩:১১
Share: Save:

অবশেষে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দেওয়ার জন্য রেলমন্ত্রী সুরেশ প্রভুর প্রস্তাব মেনে নিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। শেষ পর্যন্ত দুই বাজেট যদি সত্যিই মিশে যায়, তা হলে আগামী দিনে ছেদ পড়তে পারে ৯২ বছরের পুরনো ঐতিহ্যে। সে ক্ষেত্রে তখন আলাদা করে আর পেশ করতে হবে না রেল বাজেট। রেল মন্ত্রক সূত্রে খবর, অর্থ মন্ত্রক বিষয়টি নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গড়েছে। যারা বিবেচনা করে দেখবে দুই বাজেটকে মিশিয়ে দেওয়ার খুঁটিনাটি পদ্ধতি, ভাল-মন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। আগামী ৩১ অগস্টই তাদের এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রভুর দাবি, ভারতীয় রেল ও দেশ, উভয়ের স্বার্থেই অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। এখন বিষয়টির খুঁটিনাটি পদ্ধতি নিয়ে কাজ করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suresh Prabhu Finance Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE