Advertisement
E-Paper

টাটার সার কারখানা বিক্রি তিন মাসেই

রাজ্য সরকার ও ইন্ডিয়ান চেম্বারের উদ্যোগে এ দিন থেকে রাজারহাটে শুরু হয়েছে এই শিল্প সম্মেলন। ভারতে প্রথম কলকাতাতেই বসল হোরেসিস-এশিয়ার আসর। সেখানে এশিয়ার নতুন ‘অ্যাজেন্ডা’ শীর্ষক আলোচনাচক্রে অন্যতম বক্তা ছিলেন ওম প্রকাশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০৩:০৯

চলতি মাসের শুরুতেই নেদারল্যান্ডস ভিত্তিক ইন্দোরামা হোল্ডিংস-কে তাদের হলদিয়ার সার কারখানা বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছিল টাটা কেমিক্যালস। রবিবার কলকাতায় আন্তর্জাতিক শিল্প সম্মেলন ‘হোরাসিস-এশিয়া’র ফাঁকে ইন্দোরামা গোষ্ঠীর অন্যতম কর্তা ওম প্রকাশ লোহিয়া জানান, তাঁদের আশা, সব কিছু ঠিকঠাক চললে দু’তিন মাসের মধ্যে পুরো বিষয়টি চূড়ান্ত হবে।

রাজ্য সরকার ও ইন্ডিয়ান চেম্বারের উদ্যোগে এ দিন থেকে রাজারহাটে শুরু হয়েছে এই শিল্প সম্মেলন। ভারতে প্রথম কলকাতাতেই বসল হোরেসিস-এশিয়ার আসর। সেখানে এশিয়ার নতুন ‘অ্যাজেন্ডা’ শীর্ষক আলোচনাচক্রে অন্যতম বক্তা ছিলেন ওম প্রকাশ।

ইন্দোরামা গোষ্ঠীভুক্ত আইআরসি অ্যাগ্রোকেমিক্যালস-কে ৩৭৫ কোটি টাকায় হলদিয়ার কারখানাটি বিক্রি করার কথা জানায় টাটারা। এ দিন ওই সভার পরে ওই কারখানা কেনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এই লেনদেন কতটা লাভজন হবে, সেই সংক্রান্ত খোঁজখবর করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

তাঁর ইঙ্গিত, সেই প্রক্রিয়া চলাকালীন যদি টাটাদের কারখানার কোনও বাড়তি দায়বদ্ধতার বিষয় উঠে আসে তখন তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর আশা, গোটা প্রক্রিয়াটি দু’তিন মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে।

হোরাসিস-এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও মায়ানমারের ম্যান্ডালে প্রদেশের মুখ্যমন্ত্রী জ মিন্ট মুয়াং তাঁদের দেশে লগ্নির জন্য শিল্পমহলের কাছে আর্জি জানান। আজ, সোমবার এশিয়ার শিল্পমহলের কাছে পশ্চিমবঙ্গের সম্ভাবনা তুলে ধরার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Tata Fertilisers factory Tata Tata Chemicals Indorama টাটা কেমিক্যালস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy