Advertisement
১১ মে ২০২৪
Bigbasket

অনলাইন গ্রসারি ব্যবসায় পা রাখছে টাটা, বিগবাস্কেট অধিগ্রহণের পরিকল্পনা

সূত্রের মতে, বিগবাস্কেটে চিনা সংস্থা আলিবাবার যে ২৯.১ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে টাটা।

চলতি মাসের শেষেই পাকা হতে পারে টাটা এবং বিগবাস্কেটের চুক্তি।

চলতি মাসের শেষেই পাকা হতে পারে টাটা এবং বিগবাস্কেটের চুক্তি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৫:৫৫
Share: Save:

এ বার অনলাইন গ্রসারি ব্যবসায় পা রাখতে চলেছে টাটা। ভারতের বৃহত্তম অনলাইন মুদিখানা পণ্য বিক্রেতা বিগবাস্কেট অধিগ্রহণ করতে চলেছে টাটা গোষ্ঠী। সূত্রের মতে, ওই গ্রসারি চেনের বেশিরভাগ, প্রায় ৫১ শতাংশ অংশিদারিত্বই টাটা গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। চলতি মাসের শেষলগ্নে পাকা হয়ে যেতে পারে দু’টি সংস্থার চুক্তি। এ নিয়ে দীর্ঘ দিন ধরেই কথাবার্তা চালাচ্ছে দু’টি সংস্থা।

সমীক্ষা বলছে, অলনাইন ওই মুদিখানা দ্রব্য বিক্রয়কারী সংস্থাটি বর্তমানে দৈনিক ৩ লক্ষ অর্ডার পেয়ে থাকে। চলতি বছরের মার্চ মাসে ওই সংস্থাটির মোট মূল্য ৯ হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের ধারণা, সুপার অ্যাপের মাধ্যমে বাজার ধরাই টাটা গোষ্ঠীর কৌশল। সেই লক্ষ্যেই এগোচ্ছে সংস্থাটি। ওই এক অ্যাপের মাধ্যমেই পোশাক, বৈদ্যুতিন সামগ্রী, খাদ্য, মুদিখানার দ্রব্য-সহ বিভিন্ন জিনিসপত্র কেনা যাবে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের মতে, বিগবাস্কেটে চিনা সংস্থা আলিবাবার যে ২৯.১ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে টাটা। এ ছাড়া ওই সংস্থাটিতে একাধিক সংস্থার যে সব শেয়ার রয়েছে তাও কিনতে চলেছে টাটা। ওই সংস্থাটিতে আলিবাবা ছাড়াও লগ্নি রয়েছে আবরাজ গোষ্ঠী, অ্যাসেন্ট ক্যাপিটাল, হেলিয়ন ভেঞ্চার পার্টনার্স, বেসিমার ভেঞ্চার পার্টনার্স ইত্যাদির মতো সংস্থার।

আরও পড়ুন: অতিমারিতেও ফুলেফেঁপে উঠেছেন ধনকুবেররা, বিশ্বের প্রথম দশে মুকেশ অম্বানী

আরও পড়ুন: টপকে গেলেন বিল গেটসকে, ধনীতালিকায় ৩৫ থেকে ২ নম্বরে উঠে এলেন মাস্ক

বিগবাস্কেট ছাড়াও ভারতে রিলায়েন্স রিটেল, গ্রোফার্স, স্পেনসার্স, অ্যামাজন ফ্রেশ ইত্যাদি একাধিক সংস্থা অনলাইন গ্রসারি ব্যবসায় যুক্ত। এই পরিস্থিতিতে টাটা ওই ব্যবসায় যোগ দিলে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bigbasket Tata Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE