Advertisement
১৮ মে ২০২৪

শেয়ারে তিন দিনে টাটাদের ক্ষতি ২৬ হাজার কোটি

শেয়ার বাজার উঠেছে বৃহস্পতিবার। কিন্তু টাটা পাওয়ার, টাটা মোটরস-সহ টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার দর আরও নেমেছে। এই নিয়ে টানা তিন দিনে সব মিলিয়ে বাজারে তাদের সংস্থাগুলি খুইয়েছে ২৬ হাজার কোটি টাকারও বেশি শেয়ার-মূল্য।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:০৩
Share: Save:

শেয়ার বাজার উঠেছে বৃহস্পতিবার। কিন্তু টাটা পাওয়ার, টাটা মোটরস-সহ টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার দর আরও নেমেছে। এই নিয়ে টানা তিন দিনে সব মিলিয়ে বাজারে তাদের সংস্থাগুলি খুইয়েছে ২৬ হাজার কোটি টাকারও বেশি শেয়ার-মূল্য। বাজার বিশেষজ্ঞদের দাবি, এর মূলে আচমকা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর ধাক্কা সামলাতে না-পারা তো আছেই। লগ্নিকারীদের উদ্বিগ্ন করেছে অলাভজনক খাতে লগ্নি করে টাটারা প্রায় ১.২০ লক্ষ কোটির সম্পদ মোছার মুখে পৌঁছেছে বলে মিস্ত্রির তোলা অভিযোগও। যা টাটা সন্স পর্ষদের সদস্যদের ই-মেল করা চিঠিতে লিখেছেন তিনি। ইতিমধ্যেই এর ব্যাখ্যা চেয়েছে সেবি। তবে সেনসেক্স এ দিন ৭৯.৩৯ পয়েন্ট বা়েড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TATA group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE