Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Air India

এয়ারএশিয়া টাটাদের, এ বার কি এয়ার ইন্ডিয়া!

টাটা সূত্রের খবর, তাদের ইচ্ছেপত্র যদি সমস্ত শর্ত পুরণ করতে পারে তা হলে এয়ার ইন্ডিয়ার মালিকানা সংস্থার হাতেই আসবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৪:২৪
Share: Save:

এয়ার এশিয়া ইন্ডিয়ার প্রায় ৮৪% শেয়ার চলে যাচ্ছে টাটা সন্সের হাতে। মঙ্গলবারই এই খবর প্রকাশ্যে এসেছে। যে দিন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে কেনার ইচ্ছে প্রকাশ করে আগ্রহপত্র জমার সময়সীমা শেষ হল। ইতিমধ্যেই জানা গিয়েছে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনতে চায় এবং আগ্রহপত্রও জমা দিয়েছে। ফলে দেশ জুড়ে জল্পনা, এ বার এয়ারএশিয়া ইন্ডিয়ার সিংহভাগ অংশীদারি পকেটে আসায় তারা এয়ার ইন্ডিয়ার রাশ হাতে নেওয়ার দৌড়ে অনেকটাই এগোল।

২০১৪ সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির পথ চওড়া করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজ়ের এয়ারএশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ারএশিয়া ইন্ডিয়া-র পরিষেবা শুরু করে টাটা। নতুন সংস্থায় টাটা সন্সের অংশীদারি ৫১%। এর পরে ওই বছরই সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে আবার গাঁটছড়া বাঁধে টাটারা। এয়ারএশিয়া ইন্ডিয়া ছিল সস্তার উড়ান সংস্থা। আর সিঙ্গাপুর এয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে টাটা গোষ্ঠী পূর্ণ পরিষেবার উড়ান সংস্থা বিস্তারা আনে বাজারে।

তবে বেশ কিছু দিন ধরে বিমান শিল্পও তেমন স্বস্তিতে নেই। বছর দেড়েক ধরে লোকসানের কারণ দেখিয়ে এয়ারএশিয়া ইন্ডিয়া থেকে লগ্নি তুলে নেওয়ার কথা বলছিলেন টনি। এ নিয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয় বলেও খবর। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে টাটার হাত মেলানোকে ভাল চোখে দেখেননি টনি। মঙ্গলবার সংবাদ সংস্থার খবর, টনির থেকে এয়ারএশিয়া ইন্ডিয়ার ৩২.৬৭% শেয়ার ৩.৭৭ কোটি ডলারে (প্রায় ২৭৬ কোটি টাকা) কিনছে টাটা গোষ্ঠী। ফলে ওই উড়ান সংস্থায় টাটার শেয়ার যেমন বেড়ে ৮৩.৬৭% হবে, তেমনই টনির শেয়ার কমে হবে ১৩ শতাংশের কাছাকাছি।

পদক্ষেপ

• এয়ারএশিয়া ইন্ডিয়ার আরও ৩২.৬৭% অংশীদারি কিনছে টাটা সন্স।

• অধিগ্রহণ সম্পূর্ণ হলে বিমান সংস্থাটির ৮৩.৬৭% মালিকানা আসবে টাটা গোষ্ঠীর ঝুলিতে।

• এর আগে এয়ার ইন্ডিয়া কিনতেও আগ্রহপত্র জমা দিয়েছে তারা।

জল্পনা

• এয়ার ইন্ডিয়াও কি তা হলে টাটাদের ঝুলিতেই যেতে চলেছে? যে সংস্থার পথ চলা শুরু হয়েছিল জেআরডি টাটার হাত ধরে, তাকে ফের হাত নিয়ে বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে টাটা গোষ্ঠী। চেয়ারম্যান এমেরিটাস হিসেবে রতন টাটা থাকতে থাকতেই!

• তা হলে কি বিস্তারার বদলে এয়ার এশিয়ার নামেই এয়ার ইন্ডিয়া কিনতে ঝাঁপাবে তারা?

• আগামী দিনে এয়ার এশিয়া ইন্ডিয়া, বিস্তারা ও এয়ার ইন্ডিয়া, এই তিনটি দেশীয় উড়ান সংস্থাকে একই
ছাতার তলায় এনে সত্যিই সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার পথে হাঁটছে কি টাটারা?

এক দিকে বিস্তারা আর অন্য দিকে এয়ার এশিয়া ইন্ডিয়া নিয়ে টাটারা এখন ভারতের উড়ান পরিষেবায় প্রধান প্রতিযোগী হিসেবে উঠে আসছে। তার উপরে এয়ার ইন্ডিয়া কেনার জন্যও তারা ইচ্ছাপত্র জমা দিয়েছে। টাটা গোষ্ঠীর একাংশের মতে, এয়ার এশিয়া ইন্ডিয়ার সিংহভাগ শেয়ার তাদের হাতে চলে এলে এই উড়ান সংস্থার নামেই এয়ার ইন্ডিয়া কিনতে সুবিধা হবে। অন্যথায় বিস্তারার নামে কিনলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সম্মতির উপরে নির্ভর করতে হবে। এখন এয়ার এশিয়া ইন্ডিয়ার নামে কিনতে চাইলে টনির সম্মতি-র প্রয়োজন হবে না বলেও মনে করা হচ্ছে।

টাটা সূত্রের খবর, তাদের ইচ্ছেপত্র যদি সমস্ত শর্ত পুরণ করতে পারে তা হলে এয়ার ইন্ডিয়ার মালিকানা সংস্থার হাতেই আসবে এবং সে ক্ষেত্রে একই ছাদের তলায় তিনটি সংস্থাকে এনে বাকি সংস্থাগুলিকে প্রতিযোগিতায় পিছনে ফেলে দিতে পারে তারা।

যদিও এয়ার ইন্ডিয়ার দুই শতাধিক কর্মীও সংস্থা কিনতে ইচ্ছেপত্র জমা দিয়েছেন এবং অভিজ্ঞ কর্মীরাই বাইরে থেকে লগ্নিকারী এনে এয়ার ইন্ডিয়ার ১০০% শেয়ার কিনে নিতে চাইছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Air India TATA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE