Advertisement
২১ মে ২০২৪

অবশেষে ডোকোমোর সঙ্গে রফা টাটা সন্সের

অবশেষে দীর্ঘ দু’বছরের টানাপড়েনের অবসান। লন্ডনের আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে ১১৮ কোটি মার্কিন ডলারে এককালের জাপানি সহযোগী ‘এনটিটি ডোকোমো’-র শেয়ার কিনে নেবে টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০২:৫৯
Share: Save:

অবশেষে দীর্ঘ দু’বছরের টানাপড়েনের অবসান।

লন্ডনের আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে ১১৮ কোটি মার্কিন ডলারে এককালের জাপানি সহযোগী ‘এনটিটি ডোকোমো’-র শেয়ার কিনে নেবে টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স। পরিবর্তে আগামী দিনে অন্যান্য দেশে আইনি লড়াই থেকে সরে আসার আশ্বাস দিয়েছে ডোকোমো। উল্লেখ্য, এই বিতর্কের জের এসে পড়েছিল টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণেও।

২০০৯ সালে ১২,৭৪০ কোটি টাকায় টাটা টেলিসার্ভিসেসের ২৬.৫% অংশীদারি কেনে ডোকোমো। শেয়ার পিছু দর দেয় ১১৭ টাকা। শর্ত ছিল, পাঁচ বছরের মধ্যে জোট ভাঙলে অন্তত ওই টাকার ৫০% পাবে তারা। ২০১৪-র এপ্রিলে গাঁটছড়া ভাঙলে টাটাদের কাছে হয় শেয়ার পিছু ৫৮ টাকা নয়তো এক লপ্তে ৭,২০০ কোটি টাকা দাবি করে ডোকোমো। কিন্তু টাটারা বলেছিল, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনেই প্রতি শেয়ারে ২৩.৩৪ টাকার বেশি দেওয়া সম্ভব নয়। এ নিয়ে লন্ডনে আন্তর্জাতিক সালিশি আদালতে যায় জাপানি সংস্থা। সেখানে ডোকোমোকে ১১৭ কোটি ডলার দিতে বলা হয় টাটাদের। আপত্তি তুলে দিল্লি হাইকোর্টে মামলা করে টাটা গোষ্ঠী।

মঙ্গলবার টাটা সন্স জানিয়েছে, সেই বিতর্কে ইতি টানতে দু’পক্ষই আদালতের নির্দেশ কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। আগেই আদালতে ১১৮ কোটি ডলার জমা করেছিল টাটা গোষ্ঠী। এখন আদালত সায় দিলে ওই অর্থ ডোকোমো-কে দেওয়া হবে এবং তারা টাটা টেলিসার্ভিসেস-কে নিজেদের শেয়ার হস্তান্তর করবে।

এই বিতর্ক ছাপ ফেলে মিস্ত্রি-কাণ্ডে। টাটাদের ইঙ্গিত ছিল, তাঁর জমানায় বিষয়টি যে-ভাবে সামলানো হচ্ছিল, তা টাটা-মূল্যবোধের বিরোধী। এ দিন টাটা সন্স স্পষ্টই বলেছে, সর্বত্র চুক্তির দায়বদ্ধতা মেনে চলার দীর্ঘ ঐতিহ্য অনুসারেই পরিচালন পর্ষদ আদালতের নির্দেশে আপত্তির সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Docomo Tata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE