Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Business

সিঙ্গুরে ফিরবে টাটারা, আশাবাদী রাজ্য

সিঙ্গুরে টাটারা ফিরে আসবে। এবং সে দিন আর খুব বেশি দূরে নেই। মঙ্গলবার তৃণমূল নেতা তথা রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান কর্নেল সব্যসাচী বাগচী এমনটাই জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ১৯:৪০
Share: Save:

সিঙ্গুরে টাটারা ফিরে আসবে। এবং সে দিন আর খুব বেশি দূরে নেই। মঙ্গলবার তৃণমূল নেতা তথা রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান কর্নেল সব্যসাচী বাগচী এমনটাই জানিয়েছেন।

এ দিন ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ (ফসমি)-এর বার্ষিক সভায় গিয়েছিলেন কর্নেল বাগচী। সেখানে তিনি ওই দাবি করেন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘‘টাটাদের মনোভাবের বদল ঘটছে।’’

কিন্তু হঠাত্ এমন দাবি করলেন কেন তিনি?

আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে ফের হুঁশিয়ারি রাজনের

এ নিয়ে পরে জিজ্ঞেস করা হলে কর্নেল বাগচী টাটা গোষ্ঠীর প্রধান সাইরাস মিস্ত্রির সাম্প্রতিক মন্তব্যকে যুক্তি হিসাবে তুলে ধরেন। কর্নেল বাগচী বলেন, ‘‘আপনারা দেখেছেন, টাটা গোষ্ঠীর প্রধান কলকাতায় এসে কী ইঙ্গিত দিয়ে গিয়েছেন।’’ সম্প্রতি কলকাতায় এসেছিলেন সাইরাস। টাটা গ্লোবাল বেভারেজেস (টিজিবি)-এর বার্ষিক সভায় তিনি বলেছিলেন, বিনিয়োগের সুযোগ এলে রাজ্যে টাকা ঢালার কথা ভাববেন টাটারা, তা রাজনীতির পরিবেশ যাই হোক না কেন।

সরাসরি সিঙ্গুর প্রসঙ্গে সাইরাস সে দিন কোনও কথা না বললেও কর্নেল বাগচী কিন্তু সিঙ্গুর নিয়ে আশাবাদী। তাঁর মতে, এ রাজ্যে টাটাদের অনেক সংস্থা ও ব্যবসা রয়েছে। সেগুলো তো তারা গুটিয়ে নেয়নি। চালু রয়েছে। এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আসলে পশ্চিমবঙ্গ সম্পর্কে টাটাদের খোলা মন রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Westbengal Tata Singur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE