প্রতীকী ছবি।
চা শিল্প মহলের আর্জি ছিল, ১ কোটি টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে উৎসে ২% কর কাটার নিয়ম বাগানগুলির ক্ষেত্রে শিথিল করুক কেন্দ্র। কারণ, সিংহভাগ বাগান এলাকায় ব্যাঙ্ক বা এটিএম না থাকায় শ্রমিকেরা এখনও নগদে মজুরি নিতে আগ্রহী। ফলে ওই কর দিতে গিয়ে আর্থিক সঙ্কটে পড়তে হচ্ছে চা শিল্পকে। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অর্থ মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকে ফের বিষয়টি তুললেন টি বোর্ডের চেয়ারম্যান প্রভাত বেজবড়ুয়া। নির্মলা জানান, কোন কোন বাগানে এটিএম নেই তা জানালে এক মাসের মধ্যে তা চালু করা হবে।
নির্মলার অবশ্য দাবি, এতে করের বোঝা বাড়ছে না। পরে আয়কর দেওয়ার সময়ে উৎসে করের উল্লেখ করে তাতে ছাড় মেলে। বড় অঙ্কের লেনদেন হলে সরকারের নজরে তা থাকা দরকার। গোটা ব্যবস্থায় স্বচ্ছতাও থাকে। তবে ব্যাঙ্কিং পরিষেবার পরিকাঠামোর অপ্রতুলতার কথা মেনে নিয়ে তিনি জানান, রাজ্য সরকার ও টি বোর্ড জেলা ভিত্তিক তথ্য দিলে এক মাসের মধ্যে সেখানে অন্তত এটিএম চালু করা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy